১৬ বছর আগের ছবি পোস্ট বিরাটের, ‘পুরো তেরে নামের সলমন’, কমেন্ট ফ্যানের
থ্রোব্যাক মেমরি শেয়ার করলেন ভারত অধিনায়ক।

নয়াদিল্লি: সম্প্রতি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন বিরাট কোহলি। বিরাটের ওই থ্রোব্যাক মেমরির কারণেই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে শুরু হয় গুঞ্জন। অবশেষে সাক্ষী ধোনি ট্যুইট করে মাহির অবসর জল্পনা উড়িয়ে দেন। যা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন খোদ বিরাট। সেই রেশ কাটতে না কাটতেই ফের থ্রোব্যাক মেমরি শেয়ার করলেন ভারত অধিনায়ক। তবে এবার নিজের ছবিই ট্যুইট করলেন কোহলি।
Me looking at my younger self going ????♂️????♂️. #throwback #16yearsold pic.twitter.com/EMFtD7TMnl
— Virat Kohli (@imVkohli) September 20, 2019
১৬ বছর আগের একটি ছবি ট্যুইট করে বিরাট কোহলি লিখেছেন, ‘মি লুকিং মাই ইয়ঙ্গার সেলফ গ্রোয়িং’। এরপরই বিরাটের ওই ছবি নিয়ে চর্চায় মশগুল হন অনুরাগীরা। কেউ লেখেন কিউট। আবার কেউ বলেন, তেরে নামের সলমন।
your younger hairstyle was same as @BeingSalmanKhan hairstyle in "Tere Naam"????????
— CS Sujit Jha???????? (@SujitTweets_) September 20, 2019






















