এক্সপ্লোর
Advertisement
ICC Player of the Decade: দশকের সেরা একদিনের ক্রিকেটার বিরাট কোহলি
ICC Awards 2020: বিরাটই একমাত্র ক্রিকেটার, যিনি এই দশকে একদিনের ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন।
দুবাই: একদিনের ফর্ম্যাটে দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একইসঙ্গে তিনি দশকের সেরা পুরুষ ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। আজ আইসিসি-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে এই পুরস্কার পেয়েছেন বিরাট। তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি এই দশকে একদিনের ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন।
আজ স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড পাওয়ার পর বিরাট বলেছেন, ‘আমার আত্মা ও হৃদয় দলের জন্য নিবেদিত। এই মানসিকতা নিয়েই আমি খেলছি।’
My mindset has been to give my heart & soul for the team: @imVkohli For what has been a sensational career so far, the Indian Captain won the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade. Watch as he reflects on the decade gone by ????https://t.co/hCk2eT5ZOi pic.twitter.com/lV2yj2ndFL
— BCCI (@BCCI) December 28, 2020
দশকের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দশকের সেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ইংল্যান্ডের ইয়ান বেলকে আম্পায়ার আউট ঘোষণা করলেও, তাঁকে ক্রিজে ডেকে নেওয়ায় ‘আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন ধোনি।
মহিলাদের বিভাগে একাই সব পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার এলিসি পেরি। দশকের সেরা মহিলা ক্রিকেটার, দশকের সেরা একদিনের ক্রিকেটার এবং দশকের সেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি।
এর আগে আইসিসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়, দশকের সেরা একদিনের দলের অধিনায়ক ধোনি। এই দলে ধোনি সহ তিন ভারতীয় ক্রিকেটারকে রাখা হয়েছে। দলের ওপেনার নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা, যিনি ৫০ ওভারের খেলায় তিনবার দ্বিশতরান করেছেন। দলে আছেন বিরাট। দলের তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে তাঁকে। রোহিতের সঙ্গে দলের দ্বিতীয় ওপেনার হিসেবে বাছাই করা হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার অপর ক্রিকেটার মিচেল স্টার্ক রয়েছেন পেসার হিসেবে দলে থাকছেন।
এছাড়া এই দলে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স। ব্যাটসম্যান হিসেবে চার নম্বর থাকছেন তিনি। স্পিনার হিসেবে দলে ঠাঁই পেয়েছেন ইমরান তাহির। এছাড়া অল-রাউন্ডার হিসেবে বাংলাদেশের শাকিব আল হাসান জায়গা পেয়েছেন দলে। থাকছেন অপর অল-রাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকসও। পেস বিভাগে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা।
আইসিসি-র বিচারে দশকের সেরা একদিনের দলটি এরকম- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এ বি ডি ভিলিয়ার্স, শাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লসিথ মালিঙ্গা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement