এক্সপ্লোর
Advertisement
দলের তরুণদের অনুপ্রাণিত করেছে ওয়ার্নার: ভিভিএস লক্ষ্ণণ
নয়াদিল্লি: বেঙ্গালুরুতে সূর্যোদয় হায়দরাবাদের। টুর্নামেন্টের ফেভারিট দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। দলের এই সাফল্যের জন্য অধিনায়ক ওয়ার্নারকে কৃতিত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ।
লক্ষ্মণের কথায়, ও একেবারে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে। ও খুবই ইতিবাচক, একইসঙ্গে আক্রমণাত্মক। এই মনোভাবে দলের মধ্যে সঞ্চার করে দলের তরুণ খেলোয়াড়দের ভালো খেলতে সর্বদা অনুপ্রেরণা দিয়েছে ওয়ার্নার। গতকাল চাপের মুখে থেকেও যেভাবে ব্যাটিং করছে, তার জন্য কোনও প্রসংশাই যথেষ্ট নয়।
উল্লেখ্য, টুর্নামেন্টে দলের হয়ে নটি অর্ধশতরান সহ সর্বোচ্চ ৮৪৩ রান করেছেন ওয়ার্নার। গড় ৬০.৫৭।
লক্ষ্ণণ অবশ্য মনে করেন, শুধু ব্যাট হাতেই নয়, নেতার ভূমিকায় অসাধারণ সফল হয়েছেন ওয়ার্নার।
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান বলেছেন, প্রত্যেকটা ম্যাচেই ও দারুন অবদান রেখেছে। বোলারদেরও নেতা হয়ে উঠেছিল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনও ওয়ার্নার বোলারদের স্বাধীনতা দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। ও শুধু অভিজ্ঞ অধিনায়কই নয়, ও যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে তা নজর কেড়েছে। ভবিষ্যতেও ওয়ার্নার একইভাবে এই কাজ চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন লক্ষ্ণণ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement