এক্সপ্লোর
Advertisement
দেখুন: ভারত হারলেও দর্শকদের মন জিতে নিল দুরন্ত ক্ষিপ্রতায় ধোনির এই রান আউট
নয়াদিল্লি: গতকাল লিডসের ম্যাচে হেরে ইংল্যান্ডের কাছে একদিনের সিরিজে ২-১ খুইয়েছে ভারত। এই ম্যাচের ভারতের ঠিকঠাক কিছুই হল না। তা সে ব্যাটিং হোক বা বোলিং। ফিল্ডিংয়েও ভারত একাধিক গলতি করেছে। কিন্তু ম্যাচে এমন একটা মুহূর্ত আসে যখন পুরো দলই চাঙ্গা হয়ে উঠেছিল। তখন মনে হচ্ছিল, ভারত ম্যাচে ফিরে আসবে এবং দারুণ লড়াই করবে। আর সেই আশার আলো এসেছিল সেই তারকা ক্রিকেটারের কাছ থেকে যাঁর পর ভারতীয় দলের সমর্থকরা সর্বদা ভরসা রাখেন। তিনি হলেন মহেন্দ্র সিংহ ধোনি।
ইংল্যান্ডের ইনিংসের দশম ওভারে উইকেটরক্ষক ধোনি এমন একটা রান করলেন, যেখান ম্যাচের পাল্লা ভারতের দিকে ভারি হতে পারত।
ওই ওভারে বোলিং করছিলেন যজুবেন্দ্র চাহল। ওই সময় ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৭৪। চাহলের প্রথম বল জো রুট ঠেলে দিয়েই রান নিতে দৌড়ন। কিন্তু হার্দিক পান্ড্য বল তুলে স্টাইকিং প্রান্তের দিকে ছুঁড়ে দেন। তাঁর থ্রো স্ট্যাম্পে লাগেনি। কিন্তু বল বেরিয়ে যাওয়ার মুখে দুরন্ত ক্ষিপ্রতায় বল ধরে বেল ফেলে দেন। ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় ভিন্সকে। এরপর উইকেটে দুজন নয়া ব্যাটসম্যান ছিলেন। তাই ভারতের পক্ষে ম্যাচে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এমনটা আর হয়নি।
⚡ Just @msdhoni things! ⚡#KyaHogaIssBaar #ENGvIND 3rd ODI LIVE on SONY SIX, SONY TEN 3 and SONY ESPN. pic.twitter.com/04Yx6XhJil
— SPN- Sports (@SPNSportsIndia) July 17, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement