এক্সপ্লোর
দেখুন: তৃতীয় টি ২০ ম্যাচের আগে অভিনব অনুশীলন ভারতীয় শিবিরে
নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি ২০ সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। আজ বুধবার চলতি সিরিজের তৃতীয় ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের। প্রথম দুটি ম্যাচে জিতে পাঁচ ম্যাচের সিরিজ জয়ের দোরগড়ায় মেন ইন ব্লু ব্রিগেড।

হ্যামিলটন: নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি ২০ সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। আজ বুধবার চলতি সিরিজের তৃতীয় ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের। প্রথম দুটি ম্যাচে জিতে পাঁচ ম্যাচের সিরিজ জয়ের দোরগড়ায় মেন ইন ব্লু ব্রিগেড। হ্যামিলটনে তৃতীয় ম্যাচতে জিতে সিরিজ কব্জা করার কোনও সুযোগই ছাড়ছে না ভারত। এদিনের ম্যাচের আগে ভারতীয় দলে দেখা গেল অভিনব অনুশীলন।
ম্যাচের আগে ভারতীয় দলের খেলোয়াড়দের এক হাতে ক্যাচ নেওয়ার অনুশীলন করতে দেখা গেল। এই অনুশীলনের ভিডিও বিসিসিআই-এর ট্যুইটার হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। ভিডিও-তে খেলোয়াড়দের একে অপরের দিকে বল ছুঁড়ে দিতে দেখা যাচ্ছে এবং যার দিকে বল ছোঁড়া হচ্ছে, তাঁকে একহাতে ওই ক্যাচ ধরতে হচ্ছে। আর এর মাঝে কয়েকজন খেলোয়াড় এই বল রোখার চেষ্টা করছেন।What's with #TeamIndia's new training drill?🤔 #NZvIND pic.twitter.com/HXuGXQjg4O
— BCCI (@BCCI) January 28, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















