এক্সপ্লোর
Advertisement
ধরা পড়ল স্ট্যাম্প মাইকে, বিজয়কে পেইনের স্লেজিং, ‘কোহলিকে তো তুমি পছন্দ কর না!’
পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো কোণঠাসা ভারত। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোরবোর্ডে ১০০ রান ওঠার আগে পড়ে যায় পাঁচ উইকেট।
দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নজর কেড়েছে মাঠে দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও টিম পেইনের বাকযুদ্ধ। আসলে ওই বাকযুদ্ধ গতকাল তৃতীয় দিন থেকেই শুরু হয়েছিল। গতকাল পেইন যখন ব্যাটিং করছিলেন তখন কোহলি হাল্কা মেজাজেই বলেছিলেন, এই ব্যাটসম্যান গোলমাল করলেই সিরিজ ২-০ হয়ে যাবে। এ কথা শুনে চুপ করে থাকেননি পেইন। তিনি পাল্টা বলেন, আগে তো ব্যাটটা করতে হবে।
চতুর্থ দিনেও সেই বাকযুদ্ধ চলতে থাকে। পেইন যখন ব্যাটিং করছিলেন, তখন দুজনে আরও এক দফা বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এরপর কোহলি ভারতের দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামেন, তখনও টুকটাক বাক্য বিনিময়ে ছেদ পড়েনি।
শুধু তাই নয়, অজি অধিনায়ক কোহলি সম্পর্কে যা বললেন, তা ধরা পড়ল মাইক্রোফোনেও।
১৩ রানে দুই উইকেট পড়ার পর বিজয়ের সঙ্গে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন কোহলি। দুজনের জুটিতে ৩৫ রান যোগ হওয়ার পর আউট হয়ে যান কোহলি। এরপরও স্লেজিং অব্যাহত রাখেন অজি প্লেয়াররা। স্লেজিংয়ের মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যানদের মনোবলে আঘাত হানার চেষ্টা করেন তাঁরা।
কোহলি প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর ব্যাটিং করতে নামেন আজিঙ্কা রাহানে। তাঁরে প্ররোচিত করার জন্য কিছু বলেন নাথন লায়ন। এরপর উইকেটের পিছন থেকে বিজয়কে পেইন যা বলেন, তা স্ট্যাম্প মাইকে ধরা পড়ে যায়।
বিজয়ের মনঃসংযোগ ভেঙে দেওয়ার উদ্দেশে বিজয়কে তিনি বলেন, ‘আমি জানি ও (বিরাট কোহলি) তোমার অধিনায়ক। কিন্তু জানি যে, মানুষ হিসেবে তুমি ওকে পছন্দ কর না’।
যদিও বিজয় ওই মন্তব্যের কোনও জবাব দেননি। তবে এভাবে খেলার সময় স্লেজিং করতে অভ্যস্ত অজি খেলোয়াড়রা তাঁদের ফাঁদে বিজয়কে ফেলতে সফল হন। কয়েকটি বল পরেই ২০ রান করে লায়নের বলে আউট হয়ে যান বিজয়।"Murali, I know he's your captain but you can't seriously like him as a bloke"
Australia captain Tim Paine gets the last laugh with an absolute zinger against @imVkohli ???? pic.twitter.com/6E8bASbFQT — Telegraph Sport (@telegraph_sport) December 17, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement