এক্সপ্লোর
Advertisement
দেখুন: সেঞ্চুরিয়নে ধোনির চাহল-কুলদীপদের পরামর্শ, কোহলির সঙ্গে কথাবার্তা ধরা পড়ল স্ট্যাম্প মাইকে
সেঞ্চুরিয়ন: মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার প্রায় শেষের মুখে। কিন্তু এই পড়ন্ত বেলাতেও ধোনি দলের পক্ষে কত বড় সম্পদ, তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের সীমিত ওভারের দলে অনেক ক্রিকেটারে এসেছেন-গিয়েছেন। কিন্তু প্রাক্তন অধিনায়ক ধোনি দীর্ঘদিন ধরে মাঠে দলের কাণ্ডারির ভূমিকা পালন করে চলেছেন।
মেন ইন ব্লু-র অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু মাঠে এখনও নেতার ভূমিকাতেই দেখা যায় মাহিকে। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলারদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজটা উইকেটের পিছনে দাঁড়িয়ে নিরবচ্ছিন্নভাবে করে যান ধোনি। কঠিন পরিস্থিতিতে কোহলি তাঁর পূর্বসুরীর পরামর্শ নিতে বিন্দুমাত্র দ্বিধা দেখান না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজেও ধোনি একই ভূমিকায়। সেঞ্চুরিয়নে দুই তরুণ স্পিনার যজুবেন্দ্র চাহল ও কুলদীপ যাদবকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা গেল তাঁকে। 'চিকু' নামে ডেকে কোহলিকেও ফিল্ডিং সাজানো নিয়ে পরামর্শ দিতে শোনা গেল মাহিকে। এ সবই ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে।
সেঞ্চুয়িরন ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে ভারত। দুই স্পিনারের দাপটে ১১৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
দুই স্পিনার কুলদীপ ও চাহল একাধিকবার তাঁদের সাফল্যের পিছনে ধোনির অবদানের কথা বলেছেন। কুলদীপ প্রথম ম্যাচের পর বলেছিলেন, ধোনির পরামর্শেই অর্ধেক কাজটা হয়ে যায়। সেঞ্চুরিয়নে পাঁচ উইকেট নেওয়ার পর একই কথা বলেছেন চাহলও। তাঁরা দুজনেই বলেছেন, অধিনায়ক কোহলি রানের কথা না ভেবে উইকেট তোলার পরামর্শ দেন। এতে মনোবল অনেক বেড়ে যায়। তারওপর 'মাহিভাই' সবসময়ই তাঁদের পরামর্শ দেন। তাঁরা বলেছেন, বিপক্ষের ব্যাটসম্যানের মনোভাব বুঝে নিতে 'মাহিভাই'য়ের বিন্দুমাত্র অসুবিধা হয় না। সেই অনুসারে তিনি পরামর্শ দেন।
সেঞ্চুয়িরনে ধোনির সেই কথপোকথন ধরা পড়ল স্ট্যাম্প মাইকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement