এক্সপ্লোর
দেখুন, গ্লোবাল লিগ টি-২০-র ম্যাচে ছক্কা মেরে ড্রেসিংরুমের কাচ ভেঙে দিলেন শোয়েব মালিক
গত মাসেই একদিনের আন্তর্জাতিক থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শোয়েব।

টরন্টো: কানাডায় চলতি গ্লোবাল লিগ টি-২০ প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে ম্যাচে দু-দু’বার ছক্কা মেরে ড্রেসিংরুংমের কাচ ভেঙে দিলেন তিনি। এই ম্যাচে ২৬ বলে ৪৬ রান করেন শোয়েব।
In an unusual scenario, @realshoaibmalik literally hit two glass breaking sixes.#GT2019 #BWvsVK pic.twitter.com/5kuAQoQBbE
— GT20 Canada (@GT20Canada) August 9, 2019
গত মাসেই একদিনের আন্তর্জাতিক থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শোয়েব। তবে গ্লোবাল লিগ টি-২০ প্রতিযোগিতায় ভালই খেলছেন তিনি। উলভসের বিরুদ্ধে নাইটসের ইনিংসের ১৩-তম ওভারে ইশ সোধির বলে ছক্কা মেরে প্রথমে কাচ ভাঙেন শোয়েব। এরপর ১৬-তম ওভারে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ওয়াহাব রিয়াজের বলে ছক্কা মেরে আরও একবার কাচ ভাঙেন এই ডানহাতি ব্যাটসম্যান। A quick innings of 46*(26) by @realshoaibmalik helps @VKnights_ post a match winning score of 170/4 after 16 overs.#GT2019 #BWvsVK pic.twitter.com/ZBwjOr0StN
— GT20 Canada (@GT20Canada) August 9, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















