এক্সপ্লোর
৯ উইকেটে জিতব ভাবিনি, বললেন বিরাট কোহলি
![৯ উইকেটে জিতব ভাবিনি, বললেন বিরাট কোহলি We Didnt Expect To Win By Nine Wickets Says Kohli ৯ উইকেটে জিতব ভাবিনি, বললেন বিরাট কোহলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/16075848/kohlictpc.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিহাম : বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দাপুটে জয় ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। আগামী রবিবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ওই ম্যাত নিয়ে বাড়তি কোনও আবেগ দেখালেন না কোহলি। বললেন, ফাইনাল হবে আর পাঁচটা ম্যাচেক মতোই।
রোহিত শর্মার অপরাজিত ১২৩ এবং কোহলির অপরাজিত ৯৬ রানে ভর করে প্রায় ১০ ওভার বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশকে ৯ উইকেটে বিধ্বস্ত করার পর কোহলি বলেছেন, এটা আর একটা সার্বিক জয়। এ ধরনের পরিচ্ছন্ন খেলার প্রয়োজন ছিল। তবে আশা করিনি যে ৯ উইকেটে জিতব। কিন্তু এটাই আমাদের টপ অর্ডারের গভীরতা।
ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোহলি বলেছেন, ওই ম্যাচকে আমরা অন্যান্য ম্যাচের মতো বলেই মনে করছি। এ ব্যাপারে এটাই টিম ইন্ডিয়ার মনোভাব।
টুর্নামেন্টে দলের মিডল অর্ডার সেভাবে পরীক্ষিত হয়নি। কারণ, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগই পাননি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোহলি বলেছেন, এটা আদৌ কোনও সমস্যা নয়। বরং মিডল অর্ডারকে বেশিবার পরীক্ষায় পড়তে হলে সেটাই উদ্বেগের বিষয়। মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেটুকু সুযোগ পেয়েছেন সেটাই কাজে লাগিয়েছেন। দলের সব ব্যাটসম্যানই দারুন ছন্দে রয়েছে বলে জানিয়েছেন কোহলি।
কোহলি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে আর শুধু একটা ম্যাচ। রবিবার পাকিস্তান বিরুদ্ধে ফাইনাল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
অফবিট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)