দেখিয়ে দিয়েছি, কম স্কোর করেও ম্যাচ জিততে সক্ষম ভারত, মত কুলদীপের
পরপর দুটি ম্যাচে ভারত কম স্কোর করেও জয় হাসিল করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ২২৪ রান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৬৮ রান করে জিতেছে মেন ইন ব্লু।
![দেখিয়ে দিয়েছি, কম স্কোর করেও ম্যাচ জিততে সক্ষম ভারত, মত কুলদীপের We have showed we can defend small totals: Kuldeep দেখিয়ে দিয়েছি, কম স্কোর করেও ম্যাচ জিততে সক্ষম ভারত, মত কুলদীপের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/28175032/kuldeep.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ম্যাঞ্চেস্টার: আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় প্রমাণ করেছে ভারত কম রান করেও ম্যাচ জিততে সক্ষম। এমনটাই জানালেন দলের নির্ভরযোগ্য স্পিনার কুলদীপ যাদব। পরপর দুটি ম্যাচে ভারত কম স্কোর করেও জয় হাসিল করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ২২৪ রান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৬৮ রান করে জিতেছে মেন ইন ব্লু। এর থেকেই প্রমাণিত, যে ভারতের বোলিং শক্তি স্রেফ বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহকে কেন্দ্র করে ঘিরে নেই। দলের সব বোলাররাই ম্যাচ জেতাতে সক্ষম। কুলদীপ বলেন, জসপ্রীত দারুন বল করছে। আন্তর্জাতিক ক্রিকেটে ওর অভিষেক থেকেই গত ২ বছর ধরে ধারাবাহিকভাবে ভাল বল করে চলেছে বুমরাহ। এরসঙ্গে রয়েছে মহম্মদ শামি, যে সবেমাত্র বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলছে। ফলে, ভারতের পেস আক্রমণ দারুণ ক্ষুরধার। ঠিক তেমনই স্পিন-বিভাগও ভীষণ শক্তিশালী। সব মিলিয়ে, বোলিং বিভাগটা দারুন, আর সেটাই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিরুদ্ধে আমরা ২২৪ রান করেও জিতেছি। এর থেকেই প্রমাণিত, আমরা কম রান করেও ম্যাচ জিততে পারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে দলের বাঁহাতি চায়নাম্যান স্পিনার বলেন, একটা সময় মনে হয়েছিল, ২৫০-হয়ত হবে। কিন্তু, মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পাণ্ড্যর দুরন্ত পারফরম্যান্সের ফলে আমরা ২৬৮ রান তুলতে পেরেছি। এই পিচে ২৭০ স্কোর দারুন। পরের দিকে, বল ঘুরছিল। যে কারণে আমরা সুবিধা পেয়েছি। শামি প্রথমেই জোড়া উইকেট তুলে নেওয়ায় আমাদের কাজটা সহজ হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)