এক্সপ্লোর
Advertisement
আমাদের টপ অর্ডারকে ভাল ব্যাটিং করতে হবে, বলছেন ধোনি
‘খেলাটি খুব ভাল হয়েছে। আমরা ওদের কম রানে বেঁধে রাখতে পেরেছিলাম। কিন্তু আমাদের টপ অর্ডারের ভাল ব্যাটিং করা উচিত ছিল।’
বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংসের টপ অর্ডারের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এক রানে হারের পর তিনি বলেছেন, ‘খেলাটি খুব ভাল হয়েছে। আমরা ওদের কম রানে বেঁধে রাখতে পেরেছিলাম। কিন্তু আমাদের টপ অর্ডারের ভাল ব্যাটিং করা উচিত ছিল। বিপক্ষ যখন আক্রমণ করছে, তখন আমাদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করা উচিত। শুরুতেই বেশি উইকেট হারালে চাপ বাড়ে এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা প্রথম থেকেই বিপক্ষের বোলারদের আক্রমণ করতে পারে না।’
ধোনি আরও বলেছেন, ‘ক্রিজে গিয়ে বড় শট খেলা সহজ। আমি আউট হয়ে গেলেও অন্যরা ম্যাচ জিতিয়ে দেবে। বড় শট না খেললেই সমস্যা হয়। সেক্ষেত্রে অন্যদের উপর চাপ বাড়ে। পাঁচ, ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নামলে অনেক ভাবনা-চিন্তা করতে হয়। কারণ, আর একটি উইকেট পড়লেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আমাদের সেই হিসেবটা করতে হবে। সেই কারণেই আমি মনে করি, টপ অর্ডারের তিনজন ফিনিশার হতে পারে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement