এক্সপ্লোর
Advertisement
মানসিকভাবে আরও শক্তপোক্ত হতে হবে, বললেন বাংলাদেশের অধিনায়ক
বার্মিংহাম: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। তাদের দলের অধিনায়ক মাশরফি মোর্তাজা মেনে নিয়েছেন যে, এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের মানসিকভাবে আরও শক্তপোক্ত হতে হবে। বড় টুর্নামেন্টগুলিতে খেলার ক্ষেত্রে এই মানসিক দৃঢ়তার অভাব রয়ে গিয়েছে।
ম্যাচের পর মোর্তাজা বলেছেন, বড় ম্যাচগুলি একই ধরনের ভুলের শিকার তাঁদের হতে হচ্ছে। এই ম্যাচটায় বাংলাদেশের ৩৩০-র মতো রান খাড়া উচিত ছিল। কিন্তু শেষপর্যন্ত ২৬৪ রানেই থামতে হল। পরবর্তী ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে আরও মানসিকভাবে আরও শক্তি হতে হবে। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি দল কাটিয়ে উঠতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘গুণমাণ ও দক্ষতার দিক থেকে আমরা হয়ত পিছিয়ে নেই। এ ধরনের বড় ম্যাচগুলিতে যা করার প্রয়োজন রয়েছে তা করতে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করার প্রয়োজন রয়েছে যে, ২৬৪ রানের পুঁজি নিয়ে লড়াই করতে কি আমরা প্রস্তুত ছিলাম’।
মাশরফির আশা, দলের তরুণ ক্রিকেটাররা এগিয়ে আসবে এবং তামিম ইকবাল, মুশফিকর রহিম ও মাহমুদুল্লাদের দিকেই সব সময় তাকিয়ে থাকতে হবে না।
মাফরফি আরও বলেছেন, দলে ব্যাপ-আপ বিকল্প খুব একটা নেই। কয়েকজন তরুণ ক্রিকেটার প্রায় ৩-৪ বছর ধরে খেলছে। তাই তাদের বাদ দেওয়াটা যুক্তিসম্মত হবে না। ওদেরকে নিয়েই খেলতে হবে এবং ওই ক্রিকেটাররা মানসিকভাবে শক্তপোক্ত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন মাশরফি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement