কোহলি-উইলিয়ামস দ্বৈরথ নিয়ে কী বললেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স?
কে হাসবে শেষ হাসি? বিরাট? না কেসরিক?
মুম্বই: হায়দরাবাদে ৬ উইকেটে জয় ভারতের। রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের মাস্টার ক্লাস নিয়েছিলেন স্বয়ং বিরাট কোহলি। অপরাজিত ৯৪ রানের ইনিংস এবং ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসের ডেলিভারি মাঠের বাইরে পাঠিয়ে ক্রিকেট জনতাকে বিরাট উত্তাল করেছিলেন নোটবুক শোম্যানশিপে। ভারত অধিনায়কের সেলিব্রশনের পাল্টা উইলিয়ামসনও দেখিয়েছেন ‘কিপ শাট সেন্ড অফ’। হায়দরাবাদে বিরাটের ব্যাটে বেধরক মার খেয়ে তিরুবন্তপুরমে কামব্যাক ক্যারিবিয়ান পেস বোলারের। সিরিজের মতো বিরাট-উইলিয়ামস দ্বৈরথের ফলফলও এখন ১-১। ওয়াংখেড়ে-তে হবে ফয়সলা। সিরিজ কার? কে হাসবে শেষ হাসি? বিরাট? না কেসরিক?
এরই মধ্যে কোহলি-উইলিয়ামস দ্বৈরথ নিয়ে মন্তব্য করে বসলেন কোচ ফিল সিমন্স। জামাইকা থেকে শুরু হওয়া এই লড়াই ভীষণ উপভোগ্য। ক্রিকেটের এমন স্বাদ একেবারে চেটেপুটে নিচ্ছেন ক্যারিবিয়ান কোচ। তাঁর বক্তব্য, “এই দ্বৈরথ এখনও পর্যন্ত উপভোগ্য। আরও বেশি মজাদার হয়েছে কারণ বিরাট ও উইলিয়ামস এখন ১-১-এ দাঁড়িয়ে। প্রথম ম্যাচে উইলিয়ামসের ওপর প্রভাব ছিল বিরাটের। আর দ্বিতীয় ম্যাচে সেই উইলিয়ামসের শিকার হয়েছে ও। দেখা যাক বুধবার কী হয়”।
#INDvWI Head Coach Simmons chimes in on the Kesrick v Kohli banter ahead of the 3rd T20I. Full Interview! ???? ⬇️ https://t.co/CaiUh4ReyY
⏰: 9:30 A.M. AST/8:30 A.M. Jamaica ????: Sportsmax#MenInMaroon #ItsOurGame pic.twitter.com/DGm4Swxlhd — Windies Cricket (@windiescricket) December 10, 2019
ক্যারিবিয়ান পেস ব্যাটারির সঙ্গে ময়দানি লড়াইয়ে উপভোগ করছেন বিরাট নিজেও। তবে দিনের শেষে প্রতিদ্বন্দ্বীকে যে সম্মান জানাতেই হয় সে বিষয়েও নিজের মত ব্যক্ত করেছেন বিরাট কোহলি।