এক্সপ্লোর
উমর আকমল স্লেজিংয়ের অভিযোগ করার পর রায়নাকে কী বলেছিলেন ধোনি?
![উমর আকমল স্লেজিংয়ের অভিযোগ করার পর রায়নাকে কী বলেছিলেন ধোনি? What MS Dhoni told Suresh Raina after Pakistani batsman’s sledging complaint উমর আকমল স্লেজিংয়ের অভিযোগ করার পর রায়নাকে কী বলেছিলেন ধোনি?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/29142640/Suresh-Raina_MS-Dhoni.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই শান্ত প্রকৃতির হিসেবে পরিচিত। যে কারণে তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ বলা হয়। কিন্তু ভারতের অধিনায়ক থাকাকালীন সেই ধোনিরই অন্য রূপ দেখা যেত। ধোনি আসলে মোটেই শান্ত নন। এমনই জানিয়েছেন সুরেশ রায়না।
একটি অনুষ্ঠানে ধোনি সম্পর্কে একটি চমকপ্রদ ঘটনার কথা জানিয়েছেন রায়না। তিনি বলেছেন, ‘একবার আমাদের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের উমর আকমল ব্যাটিং করছিল। ও আমার বিরুদ্ধে ধোনিকে বলে, আমি না কী স্লেজিং করছি! আমি বলি, ওকে কোনও খারাপ কথা বলিনি। এরপর ধোনি আমাকে প্রশ্ন করে, কী হয়েছে? আমি বলি, হাল্কা স্লেজিং করেছি। আকমলকে বলেছি, রান তাড়া করার জন্য কিছু রান করতে। সেটা শুনে ধোনি বলে, আরও স্লেজিং করো।’
রায়না আরও বলেছেন, ‘ধোনির চোখে কোনও আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় না। রোদচশমা পরে না থাকলেও, ও কী ভাবছে সেটা বোঝা যায় না। আমরা বলতাম, একটু তো আবেগ দেখাও! কিন্তু ধোনিও রেগে যায়। সেটা ক্যামেরায় দেখা যায় না। খেলার মাঝে যখনই বিজ্ঞাপনের বিরতি হয়, তখনই যার উপর রাগ হয়েছে, তাকে দু’কথা শুনিয়ে দেয় ধোনি।’
রায়নার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ধোনি বলেছেন, ‘ড্রেসিংরুমে আমরা কখনও শান্তভাবে, আবার কখনও চড়া সুরে কথা বলি। খেলার সময় কখনও রসিকতা করি না। কিন্তু ড্রেসিংরুমে নিজেদের উপভোগ করি। তাই পরিস্থিতি অনুযায়ী ভিন্ন আচরণ করি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)