এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়াকে হারালে চরম প্রাপ্তি হবে, বলছেন মিতালি
ডার্বি: মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে সেটা অসাধারণ ঘটনা হবে। এমনই মন্তব্য করলেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। তিনি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন। তবে একইসঙ্গে বলেছেন, ডার্বিতে কয়েকটি ম্যাচ খেলায় এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়ে গিয়েছে ভারত। ফলে তাঁরা এই সুবিধাটা পাবেন।
আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার আগে মিতালি বলেছেন, ‘আমরা এখানে গ্রুপ লিগের চারটি ম্যাচ খেলেছি। ফলে এখানকার পরিস্থিতির সঙ্গে পরিচিত। এটা আমাদের সুবিধা। তবে অস্ট্রেলিয়া খুব ভাল দল। ওরা গতবারের চ্যাম্পিয়ন। ওদের দলে এমন অনেক ক্রিকেটার আছে, যারা অনেক চাপের ম্যাচ খেলেছে। ফলে ভারতের কাছে বড় ম্যাচ হতে চলেছে। আমরা যদি জিততে পারি, তাহলে সেটা চরম প্রাপ্তি হবে।’
চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে আছেন মিতালি। সাতটি ইনিংসে তিনি ৩৫৬ রান করেছেন। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬,০০০ রান টপকে গিয়েছেন তিনি। গ্রুপ লিগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরে গেলেও, সেই ম্যাচে মিতালি করেছিলেন ৬৯ রান। তিনি আগামীকালও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতাতে তৈরি। ভারতের অধিনায়কের মতে, নির্দিষ্ট দিনে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী যে দল ভাল পারফরম্যান্স দেখাতে পারবে, তারাই জয় পাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement