এক্সপ্লোর
ধোনি ক্রিজে এলেই বিপক্ষ দল চাপে পড়ে যায়, বলছেন ম্যাকালাম, উইকেটকিপিংয়ের প্রশংসা পিটারসেনের
আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ভারতীয় দলের অন্যতম ভরসা ধোনি।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ ব্রেন্ডন ম্যাকালাম। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারতীয় দলের অমূল্য সম্পদ হল ধোনি। ম্যাচের পরিকল্পনা ওর মাথায় থাকে। ও সেই অনুযায়ী খেলে। ও ক্রিজে এলেই সবসময় বিপক্ষ দল চাপে পড়ে যায়। ও খেলা খুব ভাল বুঝতে পারে। ওর ফিটনেস অসাধারণ। ও সম্প্রতি খুব ভাল ব্যাটিং করছে।’ অন্যদিকে, উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসেবে ধোনির ভূমিকার প্রশংসা করে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বলেছেন, ‘ধোনি শান্ত থাকার ফলেই ম্যাচের পরিস্থিতি খুব ভাল বুঝতে পারে। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, ও এমন একজন ক্রিকেটার, ওর দিকে বল ছুঁড়লে ধরে নেবেই। এবারের আইপিএল-এর সবচেয়ে ভাল বিষয় হল, এমএসডি-র ব্যাটিংয়ের নবজন্ম হয়েছে। ও সব বোলিং আক্রমণই ভালভাবে সামলেছে।’ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ভারতীয় দলের অন্যতম ভরসা ধোনি। তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং এবং বিখ্যাত মস্তিষ্কের উপর ভরসা করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















