এক্সপ্লোর
Advertisement
আজ সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নক আউটে জায়গা পাকা করার লড়াই ব্রাজিলের
মস্কো: আজ সার্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ব্রাজিল। ড্র করলেই নকআউটে জায়গা পাকা সেলেকাওদের। অন্যদিকে, নকআউটের টিকিটের লড়াইয়ে আজ কোস্টারিকার বিরুদ্ধে নামছে সুইত্জারল্যান্ডও।
কোস্টারিকার বিরুদ্ধে ইনজুরি টাইমে বহু কাঙ্খিত গোল ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড নেইমার! দলের জয়ের সঙ্গে সঙ্গে রাশিয়া বিশ্বকাপে, ব্রাজিলিয়ান মহাতারকার প্রথম গোল...আবেগাপ্লুত নেইমার!
এবার ব্রাজিলের সামনে ইউরোপের অন্যতম শক্তিশালী দল সার্বিয়া। সেই ম্যাচেও কামাল করবেন নেইমার, সাম্বার ছন্দে দুলবে গ্যালারি, আশায় বুক বাঁধছেন সমর্থকরা। বুধবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।
লড়াই হবে মূলতঃ ফুটবল শিল্প বনাম পাওয়ার ফুটবলের। ইভানোভিচ, কলোরোভ, মাটিচ, স্যাভিচদের তাই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ব্রাজিলের কোচ তিতে। তিনি স্বীকারও করেছেন, উচ্চতা বেশি হওয়ায়, শূন্যে বল দখলের লড়াইয়ে সার্বিয়া যথেষ্ট শক্তিশালী। তিতের মন্তব্য, সার্বিয়ার খেলোয়াড়দের বিষাক্ত ক্রসগুলো রুখে দেওয়াটাই প্রধান লক্ষ্য।
সার্বিয়াকে পরের রাউন্ডে যেতে হলে ব্রাজিলের বিরুদ্ধে জিততেই হবে। না হলে কোনও উপায় নেই। কেন না আগের ম্যাচে সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে তারা ২-১ গোলে হেরেছে।
গ্রুপ ই-এর আপাতত যা অবস্থা, তাতে একটি ড্র এবং একটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে সেলেকাওরা। ৪ পয়েন্ট নিয়ে সুইসরা আছে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সার্বিয়া। ২টি ম্যাচ হেরে লিগ তালিকায় সবার নীচে কোস্টারিকা।
ব্রাজিলকে হারাতে পারলে সার্বিয়ার পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে অঙ্কের হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ থাকছে তাদের কাছে। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে সুইত্জারল্যান্ড যদি কোস্টারিকাকে হারিয়ে দেয়, তাহলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট তুলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সুইসরা। সেক্ষেত্রে বিপদ নেমে আসবে ব্রাজিল শিবিরে। তাই সার্বিয়ার বিরুদ্ধে সাবধানী ব্রাজিল কোচ তিতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement