Wrestlers Protest: যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে এখনই গ্রেফতার করে লাভ নেই, জানাল আদালত
Brij Bhushan Sharan Singh: ভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে।
নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর গ্রেফতারির দাবিতে তোলপাড় হয়েছে দেশ। যদিও এখনই তাঁকে গ্রেফতার করা হলে লাভ হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর হলেও, এখনই গ্রেফতার করায় সায় নেই আদালতের।
ছ'বারের বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে বৃহস্পতিবারই জামিন দিয়েছে আদালত। জাতীয় কুস্তি সংস্থার অভিযুক্ত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনের আর্জিও মঞ্জুর করা হয়েছে। ৯ পাতার রায়ে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলেছেন, 'অভিযোগগুলি খুবই গুরুতর। কিন্তু বিচারাধীন কাউকে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখাটা ভারতীয় দণ্ডবিধির ২১ নম্বর ধারা লঙ্ঘন করে। আমার মতে এখনই গ্রেফতার করা হলে কাজের কাজ কিছুই হবে না।'
ম্যাজিস্ট্রেট এ-ও উল্লেখ করেন যে, তদন্ত চলার সময় পুলিশ ব্রিজভূষণকে গ্রেফতার করেনি এবং পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে, তদন্তে সহযোগিতাই করেছেন ব্রিজভূষণ। তাঁর বিরুদ্ধে ১৫ জুন চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ।
এদিকে বজরং পুনিয়া ও বিনেশ ফোগতের এশিয়ান গেমসে সরাসরি অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শনিবারই রায় ঘোষণা করবে বলে জানাল দিল্লি হাই কোর্ট।
এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী পর্ব বা ট্রায়ালে থাকতে হবে না বজরং ও বিনেশকে। তবে তাঁদের সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটেন অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাংহাল (Antim Panghal) ও অনূর্ধ্ব ২৩ এশীয় চ্যাম্পিয়ন সুজিত কলকল (Sujeet Kalkal)। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার। বিচারপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, শনিবার রায় ঘোষণা করবেন তিনি।
বিচারপতি বলেছেন, 'আদালতের এক্তিয়ার নেই কে ভাল কে খারাপ সেই বিচার করার। আদালত শুধু দেখবে প্রক্রিয়াটা সঠিক ছিল কি না।' মহিলাদের ৫৩ কেজি বিভাগে ফোগতকে ও পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরংকে সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির তরফে। যদিও বাকি কুস্তিগীরদের ২২ ও ২৩ জুলাই ট্রায়ালে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে ভারতীয় দলে জায়গা করে নিতে হবে।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পাংহাল ও কলকল। তাঁদের দাবি, এভাবে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া যায় না।
আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial