Bajrang Punia Wins Quarter Final: ইরানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্সে ৬৫ কেজি কুস্তির সেমিফাইনালে বজরং
কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। এবার ইরানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কুস্তির সেমিতে উঠে গেলেন বজরং পুনিয়া।
টোকিও: টোকিও অলিম্পিক্সে ফ্রি স্টাইল কুস্তিতে ৬৫ কেজি বিভাগে এবার শেষ চারে চলে গেলেন বজরং পুনিয়া। ইরানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের এই কুস্তিগীর। ফল পয়েন্টে এই ম্যাচে জয় ছিনিয়ে নিলেন বজরং। এই জয়ের সঙ্গে সঙ্গেই বজরংকে নিয়ে আশা আরও বেড়ে গেল কুস্তিতে। এর আগে ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন বজরং। এছাড়াও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।
বজরংয়ের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ ও ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই কুস্তিগীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। এবার টোকিও আসার আগেই বজরংকে নিয়ে ভারতের প্রাক্তন কুস্তিগীররাও আশার আলো দেখেছিলেন। সেই আশা পূরণ হবে যদি এবার টোকিওর মঞ্চ থেকে পদক জিততে পারেন বজরং। এবার ৬৫ কেজি ফ্রি স্টাইলে সোনা জয়েরও অন্যতম দাবিদার মানা হচ্ছে বজরংকে। এখনও পর্যন্ত অলিম্পিক্সের মঞ্চে কোনও পদক আসেনি বজরংয়ের। এবার সেই অধরা মাধুরী ক্য়াবিনেটে তুলে নেওয়ার পালা। সেমিফাইনালে আজারবাইজানের কুস্তিগীরের বিরুদ্ধে এদিন ভারতীয় সময় দুপুর ২.৪৫ এ খেলতে নামবেন বজরং।
এর আগে টোকিও অলিম্পিক্সে কুস্তিতে এদিনই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন বজরং পুনিয়া। ফ্রি স্টাইলে ৬৫ কেজি বিভাগে কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন বজরং। ৩-৩ ফল হলেও ক্রাইটেরিয়া বিশেষে পরের রাউন্ডে চলে যান ভারতীয় কুস্তিগীর। কুস্তিতে রবি দাহিয়ার পরে এবার আশার আলো বজরং পুনিয়াকে নিয়ে।
এদিকে বৃহস্পতিবার অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হয় রবি দাহিয়াকে। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক পেলেন রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। তবে ফাইনাল সহ গোটা অলিম্পিক্সের মঞ্চে যেরকম পারফরম্যান্স মেলে ধরলেন রবি, তা দেখে মুগ্ধ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।