কালীপুজো ২০২৪ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর উদযাপিত হবে। ধনতেরাস ৩০ অক্টোবর থেকে শুরু হবে।
দীপাবলি ২০২৪
Wish your loved ones a happy Diwali! Share on Whatsapp
Advertisement
Advertisement
FAQs
২০২৪ সালে কালীপুজো কবে হবে?
২০২৪ সালে ভাইফোঁটা কবে পালিত হবে?
২০২৪ সালে ভাইফোঁটা (ভ্রাতৃদ্বিতীয়া) পালিত হবে ৩ নভেম্বর।
২০২৪ সালে বাড়িতে দীপাবলি লক্ষ্মীপূজা কীভাবে করবেন?
লক্ষ্মীপূজার জন্য ঘর পরিষ্কার করুন, প্রদীপ জ্বালান, মিষ্টি, ফুল এবং প্রসাদ সহযোগে নানা উপচারে পুজো করুন। এবং যথাযথ মন্ত্র সহযোগে আরতি, হোম ইত্যাদি করুন।
মা কালীকে কী কী নিবেদন করতে হয়?
নানা রূপে পূজিতা হন মা কালী। দক্ষিণা কালী থেকে শ্মশান কালী প্রভৃতি তাঁর রূপ। নানা রূপে পুজো উপচার বিভিন্ন। ফল, ভোজ্য, আমান্ন ও পরমান্ন সহযোগে মা কালীর আরাধনা করে থাকেন ভক্তরা। এ ব্যাপারে বিশেষজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়াও জরুরি।