WTC Final 2023: 'ভারতীয় বোলিং অ্যাটাকও বিপদে ফেলতে পারে অজিদের', সতর্ক করছেন চ্য়াপেল
IND vs AUS: মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের মত তারকা বোলাররা। অন্যদিকে ভারতীয় পেস বোলিং অ্যাটাক অবশ্য় মহম্মদ শামি ছাড়া বাকিরা তুলনামূলক অনভিজ্ঞ।
লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন থেকে ওভালে মুখোমুখি হবে ২ দল। ইংল্যান্ডের পিচে, সেখানকার আবহাওয়ায় পেস বোলাররাই যে ঘাতক হয়ে উঠবেন, তা বলাই বাহুল্য। অজি পেস অ্যাটাকে রয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের মত তারকা বোলাররা। অন্যদিকে ভারতীয় পেস বোলিং অ্যাটাক অবশ্য় মহম্মদ শামি ছাড়া বাকিরা তুলনামূলক অনভিজ্ঞ। রয়েছেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন অজি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল মনে করেন ভারতীয় বোলিং অ্যাটাকও অজি ব্য়াটিং লাইন আপকে বিপদে ফেলতে পারে।
কী বলছেন চ্যাপেল?
এক সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল বলেন, ''ভারতীয় বোলিং লাইন আপও অজি ব্যাটারদের চাপে ফেলতে পারে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের থেকে কোনও অংশে পিছিয়ে নেই ভারতীয় বোলিং আক্রমণ। মহম্মদ শামি উন্নতমানের বোলার। গত আইপিএলে মহম্মদ সিরাজও দারুণ ছন্দে বোলিং করেছে। ওরা দুজনই নিঃসন্দেহে অজি ব্য়াটারদের চাপে ফেলতে পারবে।''
ইংল্যান্ডের মাটিতে খেলা। তবে চ্যাপেল মনে করে ভারতীয় একাদশে দুজন স্পিনার খেলানো উচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তিনি বলছেন, ''যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তবে আমি বলব যে ভারতীয় একাদশ দুজন স্পিনারে ভাবা উচিত। অশ্বিন ও জাডেজা দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। জাডেজা খুব বেশি উইকেট তুলতে না পারলেও ফিল্ডিং ও ব্য়াটিংয়ে পুষিয়ে দেবে সে। অশ্বিন তো এই প্রজন্মের অন্যতম সেরা স্পিনার।''
এদিকে, অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, 'আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাডেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভাল করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাডেজাই এগিয়ে থাকবে।' তিনি যোগ করেছেন, 'তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) দলে থাকার দাবিদার।'
আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।
বৃহস্পতিবার বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভেত্তোরি বলেছেন যে, অজি টিম ম্যানেজমেন্ট ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অনেক আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া একজন স্পিনারকেই খেলাবে বলে জানিয়েছেন ভেত্তোরি।