এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
হারের জন্য তারুণ্যকে অজুহাত করা চলবে না, বলছেন মার্লন স্যামুয়েলস
কিংস্টন: অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হারের জন্য তারুণ্য ও অনভিজ্ঞতাকে অজুহাত হিসেবে খাড়া করতে নারাজ ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। তাঁর মতে, টেস্ট ক্রিকেট ‘বড়দের খেলা’। সব খেলোয়াড়েরই এটা জেনে মাঠে নামা উচিত। তরুণ দল বলে অজুহাত দেওয়া চলবে না। সবাইকে ভাল খেলতে হবে এবং ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হবে।
প্রথম টেস্টে ইনিংস ও ৯২ রানে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছেন। টেস্টে দীর্ঘদিন ধরেই তাঁর রানের খরা চলছিল। অ্যান্টিগায় হারানো ফর্ম ফিরে পেয়েছেন স্যামুয়েলস। এবার তিনি দলের স্বার্থে আরও রান করতে চান। খেলায় আরও মনোনিবেশ করাই স্যামুয়েলসের লক্ষ্য।
সাবাইনা পার্কে ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন স্যামুয়েলস। তিনি চেনা পরিবেশ এবং দর্শক সমর্থনের সুযোগ কাজে লাগাতে চাইছেন। লড়াই করে এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই স্যামুয়েলসের লক্ষ্য।
ফর্ম হারিয়ে স্যামুয়েলস টেস্ট থেকে অবসর নেবেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন উইকেটকিপার জেফ্রি দুজোঁ ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ভারতের বিরুদ্ধে এই সিরিজের পরেই টেস্ট থেকে অবসর নিতে পারেন স্যামুয়েলস। তবে দুজোঁর এই বক্তব্য মানতে নারাজ স্বয়ং স্যামুয়েলস। তিনি দেশের হয়ে আরও ভাল পারফরম্যান্স দেখাতে চাইছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement