এক্সপ্লোর
Advertisement
আইপিএলে ছন্দে, জাতীয় দলে ফেরা নিয়ে আশাবাদী ইউসুফ পাঠান
কলকাতা: আইপিএলে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলার পর ফের জাতীয় দলে ফেরার আশায় ইউসুফ পাঠান। একসময় ছোট ফর্ম্যাটের ক্রিকেটের টিম ইন্ডিয়ার সবথেকে বিস্ফোরক ব্যাটসম্যান এবারের আইপিএলে ব্যাট হাতে কেকেআরের সেরা পারফর্মার। ইউসুফ আশায় এই পারফরমেন্সেই কামব্যাক হবে তাঁর।
পুণের বিরুদ্ধেও করেছেন মাত্র ১৮ বলে ৩৭ রান। নাইট রাইডার্স আইপিএল নাইনে যখনই বিপদে পড়েছে ব্যাট হাতে তখনই দলকে উদ্ধার করেছেন ভদোদরার ডানহাতি ব্যাটসম্যান। এমনকী অধিনায়ক গৌতম গম্ভীরও মেনে নিয়েছেন এবারের আইপিএলে ইউসুফকে নিজের সেরা ছন্দে দেখা যাচ্ছে।
আইপিএল নাইনে ১১ ম্যাচে ২৬৫ রান করেছেন ইউসুফ।. গড় ১৩২। অর্ধশতরান করেছেন দুবার। অপেক্ষা এখন জাতীয় দলে ফেরার। নাইট রাইডার্স নক্ষত্র অবশ্য আশাবাদী। বললেন, যখন আপনি স্রেফ খেলার ওপর মনোনিবেশ করবেন, তখন বাকি সবকিছুই সময়মতো আপসে হয়ে যাবে।
প্রথম দুদলের মধ্যে শেষ করে সরাসরি ফাইনালে যাওয়ার প্লে-অফে পৌঁছতে নাইটদের শেষ তিনটি খেলার দুটিতে জিততে হবে। সামনে এবার গত ম্যাচে দুরন্ত ক্রিকেট খেলা কোহলি-ডিভিলিয়ার্সদের বেঙ্গালুরু। ইউসুফ অবশ্য তেমন চিন্তায় নেই। বললেন, আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। তবে একইসঙ্গে তিনি সর্তকও। জানান, ব্যাঙ্গালোরের বোলিং দুর্বল বলে ভাবার কোনও কারণ নেই।
সোমবার বেঙ্গালুরুর দুরন্ত ব্যাটিং অর্ডারের কথা মাথায় রেখে স্লো টার্নিং উইকেট চাইতে পারে কেকেআর। এবারের ধীর গতির পিচেও ইউসুফ ম্যাজিক দেখা যায় কীনা ইডেন তারই অপেক্ষায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement