এক্সপ্লোর
Advertisement
হবু স্ত্রী পেশায় চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার, বাগদানের কথা ঘোষণা যুজবেন্দ্র চাহলের
সোশ্যাল মিডিয়ায় বাগদানের কথা ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন চাহল।
নয়াদিল্লি: সম্প্রতি বাবা হয়েছেন হার্দিক পাণ্ড্য। এবার বাগদানের কথা ঘোষণা করলেন তাঁর জাতীয় দলের সতীর্থ যুবজেন্দ্র চাহল। আজ সোশ্যাল মিডিয়ায় বাগদত্তা ধনশ্রী বর্মার সঙ্গে ছবি পোস্ট করে এই লেগ-স্পিনার লিখেছেন, ‘পরিবারের লোকজনের সঙ্গে আমরাও হ্যাঁ বলেছি।’
করোনা সংক্রমণের জেরে এ বছরের মার্চ থেকেই হরিয়ানার বাড়িতে আছেন চাহল। তিনি কয়েকটি টিকটক ভিডিও পোস্ট করেন। এবার সবাইকে চমকে দিয়ে বাগদানের কথা জানালেন। তাঁর হবু স্ত্রী পেশায় চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার।
সোশ্যাল মিডিয়ায় বাগদানের কথা ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন চাহল। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের ফিল্ডিং কোচ রবি শ্রীধর, আরসিবি-র সতীর্থ ওয়াশিংটন সুন্দর, জাতীয় দলের সতীর্থ ভুবনেশ্বর কুমার সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫২টি একদিনের আন্তর্জাতিক ও ৪২টি টি-২০ ম্যাচ খেলেছেন চাহল। তিনি একদিনের আন্তর্জাতিকে ৯১টি ও টি-২০ ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন। করোনার জেরে যাবতীয় প্রতিযোগিতা বন্ধ থাকায় সতীর্থদের মতোই তাঁকেও মাঠের বাইরে সময় কাটাতে হচ্ছে। আইপিএল-এ আরসিবি-র হয়ে ফের মাঠে নামবেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement