এক্সপ্লোর
Advertisement
প্রথম টি-২০ তে ২ রানে জয় জিম্বাবোয়ের
হারারে: একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইট ওয়াশ করলেও, টি-২০ সিরিজের শুরুটা ভাল হল না ভারতের। প্রথম ম্যাচেই জিতে গেল জিম্বাবোয়ে।
এদিন টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু বোলাররা তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। জয়দেব উনাদকাট (৪৩ রান, ০ উইকেট), ঋষি ধবন (৪২ রান, ১ উইকেট), যজুবেন্দ্র চাহাল (৩৮ রান, ১ উইকেট) মোটেই ভাল বল করতে পারেননি। কিছুটা মুখরক্ষা করেন যশপ্রীত বুমরাহ (২৪ রানে ২ উইকেট) এবং অক্ষর পটেল (১৮ রানে ১ উইকেট)। জিম্বাবোয়ের এলটন চিগুম্বুরা (৫৪) অর্ধশতরান করেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই ফিরে যান লোকেশ রাহুল। মনদীপ সিংহ (৩১) এবং অম্বাতি রায়াডু (১৯) ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। মণীশ পাণ্ডে (৪৮) ভাল এগোচ্ছিলেন। ধোনির সঙ্গে তাঁর জুটি যখন জমে উঠছিল, ঠিক তখনই ছন্দপতন। ১৮ ওভারের দ্বিতীয় বলে মণীশ আউট হওয়ার সময় ভারতের দরকার ছিল ২৮ রান।
অক্ষর নেমেই ছয় মারেন। ১৯ তম ওভারেও একটি ছয় এবং একটি চার মারেন অক্ষর। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৮ রান। কিন্তু ৪ বলে ৭ রান বাকি থাকা অবস্থায় ফিরে যান অক্ষর (১৮)। পরের বলে ধোনি এক রান নিয়ে ঋষিকে স্ট্রাইক দেন। একটি বলে তিনি রান করতে না পারলেও, ওয়াইড বলে এক রান পায় ভারত। পরের বলে এক রান নেন ঋষি। শেষ বলে দরকার ছিল ৪। স্ট্রাইকে ছিলেন ‘ফিনিশার’ ধোনি। কিন্তু এদিন তিনি দলকে জেতাতে পারলেন না। ২ রানে জিতে গেল জিম্বাবোয়ে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement