এক্সপ্লোর
Advertisement
‘বীর সন্তান’! যাদবপুরে বাবুল-নিগ্রহে অভিযুক্ত ছাত্রকে মারধরে ধৃত বিজেপি কর্মীরা ছাড়া পেতেই সম্বর্ধনা বিজেপির, উপস্থিত দিলীপ
গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সঙ্ঘ পরিবার অনুগামী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিগৃহীত হন বাবুল। এ ঘটনায় নাম জড়ায় বর্ধমানের বাসিন্দা তথা সংস্কৃত কলেজের ছাত্র দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়ের। এর কয়েকদিন পর দেবাঞ্জন বর্ধমানে তাঁর বাড়ি ফিরতেই গত ২ অক্টোবর তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার করা হয় ১০ বিজেপি কর্মীকে। সম্প্রতি ওই বিজেপি কর্মীরা জেল থেকে ছাড়া পান। তারপরই ঘটা করে সম্বর্ধনা।
কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহে অভিযুক্ত দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে মারধর। দেবাঞ্জনকে মারধরে ধৃত ১০ বিজেপি কর্মী জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাদের বর্ধমানের টাউন হলে সংবর্ধনা দিল বিজেপি, যা নিয়ে গেরুয়া শিবিরকে একযোগে বিঁধেছে তৃণমূল-কংগ্রেস ও বামেরা। বিজেপির উদ্যোগে দলের ১০ কর্মীকে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দেবাঞ্জন নিগ্রহে অভিযুক্তদের ‘বীর সন্তান’ বলে উল্লেখ করা হয়। এক নেতা বলেন, আমাদের বীর সন্তানদের তুলে নিয়ে যাওয়া হয় জেলে, দিলীপদা ফুল দিয়ে সংবর্ধনা দেবেন।
গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সঙ্ঘ পরিবার অনুগামী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিগৃহীত হন বাবুল। এ ঘটনায় নাম জড়ায় বর্ধমানের বাসিন্দা তথা সংস্কৃত কলেজের ছাত্র দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়ের। এর কয়েকদিন পর দেবাঞ্জন বর্ধমানে তাঁর বাড়ি ফিরতেই গত ২ অক্টোবর তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার করা হয় ১০ বিজেপি কর্মীকে। সম্প্রতি ওই বিজেপি কর্মীরা জেল থেকে ছাড়া পান। তারপরই ঘটা করে সম্বর্ধনা।
বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায় দাবি করেছেন, শুধুমাত্র বিজেপি করায় প্রশাসন এদেরকে ধরে দুর্গাপুজোর সময় এরা জেলে ছিল। তিনি আরও বলেছেন, বিনা দোষে যারা জেল খাটেন, তাদের মানসিকভাবে শক্তি জোগাতে সংবর্ধনা দেন দিলীপদা।
ছাত্র নিগ্রহে অভিযুক্তদের এভাবে সংবর্ধনা দেওয়ায় বিজেপিকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষ করেন, দিলীপ ঘোষরা যা আচরণ করছে, তাতে বিজেপি পার্টিটা রসাতলে চলে যাবে, দিলীপ যতদিন তাঁর পদে থাকবেন তাতে আমাদের মঙ্গল।
সংবর্ধনা বিতর্কে বিজেপিকে একযোগে বিঁধেছে বাম-কংগ্রেস। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, এটাই হচ্ছে বিজেপি, এরা যারা খুন করে তাদের গলায় মালা দেয়। এই অসভ্যতা, বর্বরতাকে এরা জায়গা দেয়, ‘রাজ্যে এই দলটাকে জায়গা করে দেওয়া’র জন্য মমতার দিকে আঙুল তোলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও বিজেপিকে নিশানা করেন।
যদিও বাবুলকে নিগ্রহে অভিযুক্ত দেবাঞ্জনকে মারধরে অভিযুক্তদের সংবর্ধনা দেওয়ার মধ্যে বিজেপি অন্যায় কিছু দেখছে না বলে খবর।
State (State) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement