Amazon Great Republic Day Sale: অ্যামাজনের সেলে আইফোন ১৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩-সহ আরও কয়েকটি ৫জি ফোনের দামে রয়েছে নজরকাড়া অফার
Smartphones Price Cut: যদি নতুন বছরে নয়া ফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে একঝলকে দেখে নিন অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কোন ফোনে কত ছাড় রয়েছে।
![Amazon Great Republic Day Sale: অ্যামাজনের সেলে আইফোন ১৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩-সহ আরও কয়েকটি ৫জি ফোনের দামে রয়েছে নজরকাড়া অফার Amazon Great Republic Day Sale 2024 Big discounts on iPhone 13 Samsung Galaxy M14 5G Samsung Galaxy S23 OnePlus Nord CE 3 Lite and more Amazon Great Republic Day Sale: অ্যামাজনের সেলে আইফোন ১৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩-সহ আরও কয়েকটি ৫জি ফোনের দামে রয়েছে নজরকাড়া অফার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/acf795f40c95bd1235ac989d0488342d1695887986745402_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Amazon Great Republic Day Sale: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon) চলছে গ্রেট রিপাবলিক ডে সেল (Great Republic Day Sale 2024)। এই সেলে আইফোন ১৩ (iPhone 13), স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি, স্যামসাং গ্যলাক্সি এস২৩, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট, রেডমি নোট ১৩- এই ফোনগুলির দামে রয়েছে দুর্দান্ত ছাড়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত অ্যামাজনের এই সেল চলবে। যদি নতুন বছরে নয়া ফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে একঝলকে দেখে নিন উল্লিখিত ফোনগুলির কোনটিতে কত ছাড় রয়েছে।
আইফোন ১৩
অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে আইফোন ১৩ কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। যাঁরা আইফোন কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এটি সত্যিই আকর্ষণীয় অফার, কারণ ৫০ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে আইফোন। এর পরেও ক্রেতারা আরও ১০০০ টাকা ছাড় পেতে পারেন। যদি স্টেট ব্যাঙ্ক অফ ইডিয়ার ক্রেডিট কার্ডে অ্যামাজন থেকে এই সেলে আইফোন ১৩ কেনা হয় তাহলে এই অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে, যার ফলে ফোনের দাম কমে হবে ৪৮,৯৯৯ টাকা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুযোগ। অর্থাৎ আইফোন ১৩-র দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট
অ্যামাজনের সেলে ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোন কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। অন্যদিকে ওয়ানপ্লাস ১১- এর ক্ষেত্রে অ্যামাজনের সেলে এই ফোনের দামে ৪০০০ টাকা ছাড় রয়েছে। এর ফলে ফোন কেনা যাবে ৫২,৯৯৯ টাকায়। এর পরেও থাকছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ। ওয়ানপ্লাস ১১আর ফোনের দামে ১০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়া আর কোনও অফার নেই। তাই অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ৩৮,৯৯৯ টাকায়। এই ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে ব্যাঙ্ক অফার বা ডিসকাউন্টের আওতায়। আলাদা করে কোনও বিশেষ ছাড় অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোনে থাকছে না।
আইকিউওও নিও ৭ প্রো ৫জি
ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও- এর এই ৫জি ফোন অ্যামাজনের সেলে কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন অ্যামাজনের এই সেলে কেনা যাবে ১০ হাজার টাকার আশপাশে।
আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ১০ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)