Google Layoff: অফিসে রাজনৈতিক আলোচনা-বিতর্ক-প্রতিবাদে কড়া গুগল, বরখাস্ত ২৮ কর্মী
Google Layoff: গুগলের অফিসে ইজরায়েল বিরোধী আন্দোলন করার জেরে বরখাস্ত করা হল ২৮ জন কর্মীকে। যাঁরা ওই পথ অনুসরণ করছেন তাঁদের ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থার সিইও সুন্দর পিচাই।
নিউ ইয়র্ক: ইজরায়েলের সঙ্গে হামাস গোষ্ঠীর মধ্যে চলা যুদ্ধর প্রতিবাদে মুখ খুলেছেন অনেকে। কেউ ইজরায়েলকে (Israel) সমর্থন করছেন তো কেউ প্যালেনস্তাইনের উপর ইজরায়েলের সেনার লাগাতার আক্রমণের বিরুদ্ধে সরব হচ্ছেন বারবার। অনেক দেশে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভও সংগঠিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অফিস চত্বরে ইজরায়েল বিরোধী আন্দোলন (anti-Israel protests) করার জন্য ২৮ জন কর্মচারীকে বরখাস্ত করল পৃথিবীর বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা গুগল (Google)। সেই সঙ্গে ওই কর্মীদের অনুসরণ করে যাঁরা এই ধরনের আন্দোলনে যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থার সিইও সুন্দর পিচাই।
সংস্থা সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া ওই কর্মীরা গুগল ও আমাজনের সঙ্গে ইজরায়েল সরকারের মধ্যে হওয়া ১২০ লক্ষ মার্কিন ডলারের নিমবাস চুক্তির বিরোধিতা করেছেন। এর জেরেই তাঁদের বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি নিউ ইয়র্ক ও সানিভালে থাকা গুগলের দুটি অফিসের সামনে ধর্ণা ও আন্দোলন করা হচ্ছিল। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনুমানিক ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে ধর্ণা দেওয়ার সময় তাঁরা সোশ্যাল মিডিয়াতে যে লাইভ স্ট্রিমিং চালিয়ে ছিলেন তাঁদের সেই লাইভ ভিডিওগুলিও সরিয়ে দেওয়া হয়েছে গুগলের তরফে।
এপ্রসঙ্গে গুগল সংস্থার সিকিউরিটি হেড ক্রিস রাকাও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, ওনারা অফিসের জায়গা ব্যবহার করে আমাদের সম্পত্তির ক্ষতি করা চেষ্টা করছিলেন। পাশাপাশি গুগলের অন্যান্য কর্মীদের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছিলেন। ওনাদের এই আচরণ অনভিপ্রেত ও চরমপন্থী ছিল। যার ফলে ওদের সহকর্মীরাও হুমকির মুখে পড়ছিলেন। সেই কারণেই ওনাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী নিজেদের কৃতকর্মের বিষয়ে বা ওনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনও যুক্তিপূর্ণ কারণও দেখাতে পারেননি ওনারা। উলটে অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের কাজের জন্য আমাদের আগাম কোনও খবরও দেননি ওনারা। উলটে নিজেদের বেআইনি কাজের পক্ষে সওয়াল করছিলেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বৃহস্পতিবার এই বিষয়ে গুগলের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংস্থার সঙ্গে তর্কাতর্কি এড়ানোর জন্য নিজেদের কাজের পিছনে যে অজুহাত ওনারা দেখিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকী যাঁরা শান্তিপূর্ণভাবে ধর্ণায় বসেছিলেন এবং ছুটি নিতে অস্বীকার করেছিলেন। সেই সঙ্গে সংস্থার কোনও সম্পত্তির ক্ষতি না করে বা অন্য কর্মীদের হুমকি না দিয়ে নিজেদের আন্দোলন করছিলেন তাঁরা যথেষ্ট ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন এবং তাঁদের পক্ষে যথেষ্ট সমর্থনও ছিল।
আরও পড়ুন: OpenAI India: ভারতে প্রথম নিয়োগ OpenAI-এর! কে এই প্রজ্ঞা মিশ্র?
গুগলের সিকিরিটি হেডের তরফে অন্য কর্মীরা যাঁরা বরখাস্ত হওয়া কর্মচারীদের পক্ষে ছিলেন তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই ধরনের আন্দোলনের জন্য যদি কাজের জায়গার পরিস্থিতি নষ্ট হয় তাহলে তাঁদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার নিজের ব্লগে সুন্দর পিচাই কর্মীদের পরামর্শ দিয়ে পোস্ট করেন, কাজের জায়গার বাইরে রাজনীতি করতে। পাশাপাশি ওই কর্মীদের বরখাস্ত করার বিষয়টি সংস্থার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, আমাদের সংস্থায় সুন্দর কাজের পরিবেশ রয়েছে। আমরা নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করে অভূতপূর্ব সব পণ্য উৎপাদন করি এবং ভালো ভালো চিন্তাগুলিকে বাস্তবায়িত করি। যা সংরক্ষণ করে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাদের সংস্থাটি একটি কাজের জায়গা এবং আমাদের নীতি ও চাহিদাগুলো পরিষ্কার। এটা একটা ব্যবসা এবং এমন কোনও জায়গা নয় যেখানে এভাবে সহকর্মীদের কাজে বাধা দেওয়া যায় বা তাঁরা নিরাপত্তার অভাবে ভোগেন। সংস্থাটি ব্যক্তিগত মঞ্চ হিসেবে ব্যবহার করার বা বিতর্কিত বিষয়ে লড়াই ও রাজনীতি নিয়ে তর্কবিতর্কের জায়গা নয়।
অন্যদিকে ছাঁটাই হওয়া কর্মীদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, সুন্দর পিচাই এবং থমাস কুরিয়ান গণহত্যা থেকে লাভ করেছেন। আমরা কিছুতেই বুঝতে পারছি না, গত ৬ মাস ধরে ইজরায়েলের গণহত্যার ফলে যেভাবে এক লক্ষের বেশি প্যালেস্তাইনীয় খুন হয়েছেন, নিখোঁজ হয়েছেন বা জখম হয়েছেন। তখন ওনারা রাতে নিশ্চিন্তে ঘুমোলেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।