Apple M1 Chips:আরও শক্তিশালী চিপসেট, M1 Pro ও M1 Max আনল অ্যাপল
M1 Pro চিপের মাধ্যমে ৭০ শতাংশ আরও দ্রুত পারফরম্যান্স দেওয়ার দাবি করছে অ্যাপল। এর পাশাপাশি রয়েছে M1 Max-এর মতো প্রসসের। এখানে পাবেন ১০ কোর সিপিইউ কনফিগারেশন।
নয়াদিল্লি: এবার কোম্পানির সবথেকে শক্তিশালী চিপসেট আনল অ্যাপল(Apple)। ম্যাকবুক প্রো-এর হাত ধরে বাজারে এল M1 Pro ও M1 Max প্রসেসর। গত বছরে নিজেদের প্রোডাক্টে M1 চিপ লঞ্চ করেছিল আমেরিকান টেক জায়ান্ট।
গত বছর অ্যাপলের(Apple) ইন হাউস প্রোডাকশনের মধ্যেই তৈরি হয়েছিল M1-এর মতো শক্তিশালী চিপ। পরবর্তীকালে যা একে একে প্রায় সব ল্যাপটপ MacBook Air, 13-inch MacBook Pro, Mac Mini ও 2021 iMac ও iPad Pro-তে ব্যবহার করা হয়েছে।
M1 Pro চিপের মাধ্যমে ৭০ শতাংশ আরও দ্রুত পারফরম্যান্স দেওয়ার দাবি করছে অ্যাপল। এর পাশাপাশি রয়েছে M1 Max-এর মতো প্রসসের। এখানে পাবেন ১০ কোর সিপিইউ কনফিগারেশন। M1-এর থেকে চার গুন বেশি GPU পারফরম্যান্স দেবে এই চিপসেট। কোম্পানির দাবি, M1 Max অ্যাপলের তৈরি সবথেকে বড় চিপ। এর আগে এরকম চিপ তৈরি করেনি কোম্পানি। নতুন এই চিপসেট চারটে এক্সটারনাল ডিসপ্লে সাপোর্ট করতে সক্ষম। সোমবারই এই নতুন চিপ এনেছে অ্যাপল(Apple)।
পাশাপাশি ১৬ ইঞ্চির সঙ্গে এবার ১৪ ইঞ্চির প্রো মডেল আনল অ্যাপল(Apple)। যাতে নতুন M1 Pro ও Max চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে আরও নতুন পোর্ট।HDMI port ও SD কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে। নতুন মডেলে চার্জিংয়ের জন্য যুক্ত হয়েছে MagSafe 3 কানেক্টর।
এবার থেকে ম্যাকবুক প্রো-এর ১৪ ও ১৬ ইঞ্চি ভ্যারিয়েন্ট দেখতে পাবেন ক্রেতারা। যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট পোর্টের সাপোর্ট। অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে বলা হয়েছে, এখন অর্ডার করা যাচ্ছে এই ডিভাইস। ক্রেতার হাতে আগামী ২৭-৩০ অক্টোবরের মধ্যে তা পৌঁছে যাবে। ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে দাম শুরু হচ্ছে ১,৯৪,৯০০ টাকা থেকে। ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে পাবেন ২,৩৯,৯০০ টাকা থেকে।
আরও পড়ুন : Apple MacBook Pro Launch:নতুন ডিজাইনে ম্যাকবুক প্রো আনল অ্যাপল, জেনে নিন দাম
আরও পড়ুন : Apple AirPods (3rd Generation) এল প্রকাশ্যে, কত দামে পাবেন ভারতে ?
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার