Chinese Influencer: ৩ সেকেন্ডের রিভিউ থেকে ১ সপ্তাহেই পান ১২০ কোটি ! এই ইনফ্লুয়েন্সারের আয় শুনলে অবাক হবেন
Chinese Influencer Zheng Xiang Xiang: যদিও বহুল সংখ্যক ইনফ্লুয়েন্সারই প্রোডাক্টের ব্যাপারে অনেক বিশদে আলোচনা করেন, কিন্তু জেন খুব অল্পসময়ে তীক্ষ্ণ গতিতে এই বিবৃতি দেন।

Viral News: সাধারণত সমাজমাধ্যমের ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা তাদের অনুরাগীদের জন্য কোনও পণ্যের রিভিউ দেওয়ার জন্য কয়েক ঘণ্টা না হলেও কয়েক মিনিটের ভিডিয়ো বানিয়ে থাকেন। আর এদিকে এমন এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) রয়েছেন যার মাত্র ৩ সেকেন্ডের প্রোডাক্ট রিভিউর জন্য কোটি কোটি টাকা উপার্জন করেন। চোখের পলক ফেলারও কম সময়ে তিনি প্রোডাক্ট রিভিউ দেন তাঁর ভিডিয়োতে। আর তাতেই কোটি কোটি অনুরাগী রয়েছে তাঁর। এই ইনফ্লুয়েন্সারের নাম জেন সিয়াং সিয়াং (Zheng Xiang Xiang)। চিনা টিকটক ডুয়োইনে ৩ সেকেন্ডের প্রোডাক্ট শোকেসের মাধ্যমেই কোটি কোটি টাকা রোজগার জেনের।
৩ সেকেন্ডেই ম্যাজিক
যদিও বহুল সংখ্যক ইনফ্লুয়েন্সারই প্রোডাক্টের ব্যাপারে অনেক বিশদে আলোচনা করেন, কিন্তু জেন খুব অল্পসময়ে তীক্ষ্ণ গতিতে এই বিবৃতি দেন। তাঁর লাইভ স্ট্রিম চলাকালীন তাঁর হাতে একটা কমলা রঙের বাক্স দিয়ে দেওয়া হয়, যা তিনি দ্রুত (Social Media Influencer) তুলে নেন হাতে এবং ক্যামেরায় দেখান, এর দাম বলেন আর সেটিকে (Zheng Xiang Xiang) এক পাশে সরিয়ে রেখে দেন। সমস্তটাই হয় মাত্র তিন সেকেন্ডের মধ্যে। এমনভাবে এই মার্কেটিং স্ট্রাটেজি করা হয়েছে যাতে চোখের পলক ফেললেই আপনি সেই প্রোডাক্টটি দেখতে পাবেন না। এর নাম দেওয়া হয়েছে ব্লিঙ্ক অ্যান্ড ইউ মিস ইট।
জেনের সমাজমাধ্যমে প্রায় ৫ মিলিয়নেরও (Social Media Influencer) বেশি অনুরাগী রয়েছেন। জেনের দর্শক আকর্ষণী ক্ষমতার কারণে কেউই প্রায় চোখের পলক ফেলতে পারেন না। এমনকী তারা ঠিক কী দেখছে তা বুঝে ওঠারও সময় পান না তারা। আর এভাবেই সপ্তাহে ১২০ কোটি টাকা রোজগার হয় তাঁর।
সমাজমাধ্যম ব্যবহারকারীদের দ্রুত গতির কনসাম্পশনের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে এই নয়া কৌশল রপ্ত করেছেন তিনি। এতে হু হু করে পণ্যের বিক্রিও বেড়েছে। ডিজিটাল কমার্সে (Zheng Xiang Xiang) ব্যাপক প্রভাব ফেলেছে জেন সিয়াংয়ের এই সাফল্য। গ্রাহকরা আর বিশদে পণ্যের রিভিউ চান না, ফলে এই প্রোডাক্ট রিভিউর দীর্ঘ সময় ধরে চলে আসা ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন জেন সিয়াং সিয়াং। গ্রাহকদের পণ্য রিভিউ দেখার চাহিদা বদলে দিয়েছেন জেন সিয়াং সিয়াং। তারা দীর্ঘ বিবৃতির বদলে সংক্ষিপ্ত কার্যকর সুপারিশ চাইছেন এখন। আর সেই চাহিদাকে পুষ্ট করছে জেনের ভিডিয়ো রিভিউগুলি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
