(Source: ECI/ABP News/ABP Majha)
Google Policy Update: গুগল সার্চ রেজাল্ট থেকে সরাতে চান ব্যক্তিগত তথ্য ? জেনে নিন পদ্ধতি
Google New Policy: এবার গুগল সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে চাইলেই আপনার ব্যক্তিগত তথ্য সরিয়ে দিতে পারবেন ব্যবহারকারী। তবে সেই ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ।
Google New Policy: এবার গুগল সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে চাইলেই আপনার ব্যক্তিগত তথ্য সরিয়ে দিতে পারবেন ব্যবহারকারী। তবে সেই ক্ষেত্রে রয়েছে কিছু বিধি নিষেধ। জেনে নিন কীভাবে সম্ভব এই কাজ।
Google Policy Update: কী কী সরাতে পারবেন আপনি ?
Google সার্চ রেজাল্ট থেকে আপনার ব্যক্তিগত যেমন আপনার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ঠিকানা-সহ ব্যক্তিগত যোগাযোগের তথ্য মুছে ফেলবে। এবার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড নম্বর, ব্যক্তিগত স্বাক্ষরের ছবি ও মেডিকেল রেকর্ড মোছারও আবেদন করতে পারবেন গুগলের কাছে। ।
Google New Policy: কীভাবে গুগলকে আমার ফোন নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সরাতে বলব ?
এই প্রক্রিয়া শুরু করতে প্রথমে Google সাইটে যান। এখানে পেজ আপনাকে সেই ওয়েবসাইট ঠিকানাগুলি দিতে বলবে যেগুলি আপনি Google এর সার্চ রেজাল্ট থেকে সরাতে চান।
Google Policy Update: আমি গুগলকে আমার তথ্য সরাতে বলার পর কী হবে ?
এই ক্ষেত্রে অনুরোধের পরই Google থেকে আপনি একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া পাবেন। যা নিশ্চিত করে যে এটি আপনার অনুরোধ গুগল পেয়েছে। এরপরে সার্চ প্ল্যাটফর্ম আপনার অনুরোধটি পর্যালোচনা করবে ও আরও তথ্যের জন্য জিজ্ঞাসা করতে পারে। তবে কোনওভাবেই আপনার তথ্য মুছতে গিয়ে ওয়েবপেজের গুরুত্বপূর্ণ বিষয়ের যেন ক্ষতি না হয়, সেই দিকেও লক্ষ্য রাখবে গুগল। যদি আপনার সেই রেকর্ড সরকারি কোনও জায়গার তথ্য হয়, তবে তাতে হাত দেবে না এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।
Google New Policy: তবে মনে রাখতে হবে, গুগল সার্চ রেজাল্ট থেকে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অর্থ এই নয়, ইন্টারনেটে আরও কোথাও আপনার তথ্য দেখা যাবে না। এখানেই শেষ নয়, গুগলের নতুন পলিসি অনুসারে ১৮-র নিচে কোনও ব্যক্তি চাইলেই তার ছবি সার্চ রেজাল্ট থেকে সরিয়ে নিতে পারে। চাইলে কিশোর-কিশোরীদের হয়ে তাদের মা-বাবাও এই কাজ করতে পারেন। এর জন্য গুগলের অনুমতি নিলেই কাজ হয়ে যাবে।
আরও পড়ুন : Google Update: খুঁজলেও পাওয়া যাবে না ফোন নম্বর-তথ্য, গ্রাহকদের নতুন সুবিধা গুগলের