![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Infinix Smart 6 HD: নতুন বাজেট ফোন লঞ্চ হল ভারতে, দাম কত দেখে নিন
Budget Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি বাজেট ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। দেখে নিন এই ফোনের দাম ও বিভিন্ন ফিচার।
![Infinix Smart 6 HD: নতুন বাজেট ফোন লঞ্চ হল ভারতে, দাম কত দেখে নিন Infinix Smart 6 HD With MediaTek Helio A22 SoC and 5000mAh Battery Launched in India Know the Price and Other Specifications Infinix Smart 6 HD: নতুন বাজেট ফোন লঞ্চ হল ভারতে, দাম কত দেখে নিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/352e445dfdf776a48052b2f007df8a491659970875098485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Budget Phone: ভারতে লঞ্চ হল নতুন বাজেট ফোন (Budget Phone) ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি (Infinix Smart 6 HD)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে carries speakers। তার সঙ্গে রয়েছে DTS surround sound সাপোর্ট। ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ১৩৫ ঘণ্টা পর্যন্ত টাকটাইম পাওয়া যাবে বলে দাবি করেছে ইনফিনিক্স সংস্থা। এছাড়াও এই ফোনে রয়েছে ২ জিবি র্যাম। এই র্যামের পরিমাণ ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের অব্যবহৃত অনবোর্ড স্টোরেজ ব্যবহার করেই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনের দাম এবং উপলব্ধতা ও বিভিন্ন অফার
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৭৯৯ টাকা। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। Aqua Sky, Force Black, Origin Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোন। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০ শতাংশ, প্রায় ৭৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে ক্রেতাদের জন্য। এর পাশাপাশি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনের সাপোর্ট।
- ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি কোয়াড কোর ১২ এনএম মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর।
- প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি LPDDR4X র্যাম। এই র্যামের পরিমাণই বাড়ানো যাবে ৪ জিবি পর্যন্ত। তার জন্য ব্যবহার করা হবে ফোনের ইনবিল্ট স্টোরেজ।
- ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই AI ফিচার সম্পন্ন ক্যামেরায় রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। সেখানেও ডুয়াল LED ফ্ল্যাশ রয়েছে। বিভিন্ন ধরনের সেলফি মোডও রয়েছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসরে।
- ইনফিনিক্সের নতুন ফোনে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ৪জি ফোনে ফেস আনলক ফিচারও রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)