(Source: ECI/ABP News/ABP Majha)
Lava Blaze 5G: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন
5G Phone: এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। একবার চার্জ দিলে ২৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম থাকবে এই ফোনে। এছাড়াও ৫০ ঘণ্টা পর্যন্ত টক টাইম পাওয়া যাবে।
Lava Blaze 5G: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোন। ভারতের নিজস্ব স্মার্টফোন নির্মাণকারী সংস্থা লাভা ইন্টারন্যাশনাল (lava International) এই বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোন (Budget Friendly 5G Phone) তৈরি করেছে। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। এখানে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। লাভা ব্লেজ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ৪ জিবি ইনবিল্ট র্যাম যা আরও ৩ জিবি বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো যাবে। এছাড়াও রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। একবার চার্জ দিলে ২৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম থাকবে এই ফোনে। এছাড়াও ৫০ ঘণ্টা পর্যন্ত টক টাইম পাওয়া যাবে।
ভিভো ভি২৭ সিরিজ
ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। এই সিরিজের থাকতে পারে ভিভো ভি২৭ (Vivo V27), ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro) এবং ভিভো ভি২৭ই (Vivo V27e)- এই তিনটি ফোন। ভারতে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। এর পাশাপাশি শোনা যাচ্ছে ভিভো ভি২৭ই ফোন পরে লঞ্চ হতে পারে। তবে কোনও ফোনের লঞ্চের সঠিক দিনক্ষণ এখনও জানা যায়নি। নতুন জেনারেশনের মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে এই ফোনগুলিতে।
ভারতে লাভা ব্লেজ ৫জি ফোনের দাম
লাভা ব্লেজ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৯৯৯৯ টাকা। গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি। অন্যদিকে আবার শোনা গিয়েছে ৯৯৯৯ টাকা দাম এই ফোনের ক্ষেত্রে শুরুর দিকে ধার্য হয়েছে। কতদিন পর্যন্ত এই দাম থাকবে তা জানা যায়নি।
আরও পড়ুন- ফের চমক ইলন মাস্কের, প্রকাশ্যে ইউজারদের নিরাপত্তা-গোপনীয়তা-সত্যতা নিয়ে একগুচ্ছ নতুন নিয়ম