Nokia G42 5G: নতুন রঙ, আরও বেশি স্টোরেজ, ভারতের বাজারে হাজির নোকিয়া জি৪২ ৫জি ফোন, দাম কত?
Nokia Smartphone: নোকিয়া জি৪২ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের দুটো সেনসর।
Nokia G42 5G: নোকিয়া জি৪২ ৫জি (Nokia G42 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১১ সেপ্টেম্বর। এবার এই ফোন নতুন রঙ এবং আরও বেশি র্যাম ও স্টোরেজ নিয়ে হাজির হয়েছে দেশের বাজারে। নতুন লঞ্চ হওয়া মডেলে রয়েছে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এই ১৬ জিবি র্যামের মধ্যে ৮ জিবি ফিজিক্যাল র্যাম এবং বাকি ৮ জিবি ভার্চুয়াল র্যাম। নতুন করে So Pink শেডে এই ফোন লঞ্চ হয়েছে। এর আগে নোকিয়া জি৪২ ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। এই মডেলের ৬ জিবি র্যামের পরিমাণ আরও ৫ জিবি বাড়িয়ে ১১ জিবি করা সম্ভব, তবে ভার্চুয়াল ভাবে এবং ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ ব্যবহার করে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। নতুন মডেলের ক্ষেত্রেও তা প্রযোজ্য। So Grey and So Purple- এই দুই রঙেও পাওয়া যাবে নোজিয়া জি সিরিজের এই ফোন। নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে নোকিয়া জি৪২ ফোনের নতুন ভ্যারিয়েন্ট। বিক্রি শুরু হবে ১৮ অক্টোবর থেকে।
নোকিয়া জি৪২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে। দু'বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেড পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। এছাড়াও নোকিয়া কর্তৃপক্ষের দাবি এই ফোনে তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট (প্রতি মাসে) পাওয়া যাবে।
- নোকিয়ার এই ফোনে ডিসপ্লের উপরে রয়েছে একটি Corning Gorilla Glass 3 প্রোটেকশন। এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। রা সেনসর।
- নোকিয়া জি৪২ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের দুটো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লে উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- নোকিয়ার এই ৫জি ফোনে জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই এইসবের সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- এই ফোনে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। নোকিয়ার দাবি একবার চার্জ দিলে প্রায় তিনদিন পর্যন্ত ফোন চালু থাকবে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে অথেনটিফিকেশনের জন্য।
- নোকিয়া 'জি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। নোকিয়া জি৪২ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামে
- এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস, ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই 802.11 এইসব কানেক্টিভিটি অপশন।