Oppo Phones: ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ ভারতে কবে লঞ্চ হবে? কোন কোন ফোন লঞ্চ হতে পারে?
Oppo Reno 12 5G Series: দেশে লঞ্চের পর অনলাইনে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে।
Oppo Phones: ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ (Oppo Reno 12 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১২ জুলাই। এই স্মার্টফোন সিরিজের মধ্যে ওপ্পো রেনো ১২ ৫জি (Oppo Reno 12 5G) এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি (Oppo Reno 12 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হবে। চিনে আগেই লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ। তারপর লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। এবার আসছে ভারতে। ওপ্পো রেনো ১১ ৫জি সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ। আগামী ১২ জুলাই দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দুই ফোন। দেশে লঞ্চের পর অনলাইনে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে।
চিনে এবং গ্লোবাল মার্কেটে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের ফোনগুলি যে ডিজাইন নিয়ে লঞ্চ হয়েছে ভারতেও সেই ডিজাইন নিয়েই লঞ্চ হবে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের ফোনে। ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে এই ক্যামেরা সেটআপ। ফোনের রেয়ার প্যানেলের বাঁদিকে উপরের কোণে সামান্য উঁচু ক্যামেরা মডিউল থাকবে আয়তাকার। গ্লসি ফিনিশও পাওয়া যাবে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের ফোনে। অ্যাস্ট্রো সিলভার, ম্যাট ব্রাউন এবং সানসেট পিচ- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দুই ফোন।
এবার দেখে নেওয়া যাক ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে
- ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দুই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন হবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এর উপরে বেস মডেলে থাকবে গোরিলা গ্লাস ৭আই- এর স্তর। আর প্রো মডেলে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন পাওয়া যাবে।
- এই দুই ফোনেই থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট। এর সঙ্গে থাকবে একগুচ্ছ এআই ফিচারের সাপোর্ট।
- এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট।
- বেস মডেলে ৩২ মেগাপিক্সেলের আর প্রো মডেলে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের দুই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার।
আরও পড়ুন- ৩৫ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৪ ! কোথায় পাবেন এই বিপুল পরিমাণ অফার ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।