Realme 12X 5G: আনুষ্ঠানিক বিক্রি শুরুর আগেই বাজিমাত ! আর্লি বার্ড সেলেই ব্যাপক বিক্রি রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের
Realme 12 Series 5G Phone: Twilight Purple এবং Woodland Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। ১০ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হবে বিক্রি।
Realme 12X 5G: ভারতে ক্রমশ বাড়ছে ৫জি ফোনের (5G Phones) চাহিদা। আর যদি সাধ্যের মধ্যে দামে ৫জি ফোন (Budget Segment 5G Phones) কেনা যায় তাহলে ক্রেতাদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা দেখা দিতে পারে তারই নিদর্শন পাওয়া গিয়েছে সম্প্রতি। সদ্যই ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ সিরিজের (Realme 12 Series) একটি ৫জি ফোন, রিয়েলমি ১২এক্স ৫জি (Realme 12X 5G)। আগামী ১০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। তার আগে ৫ এপ্রিল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) ইন্ডিয়ার ওয়েবসাইটে ছিল এই ফোনের আর্লি বার্ড সেল (Early Bird Sale)। সেখানেই বাজিমাত করেছে এই ফোন। জিতে নিয়েছে 'Fastest-Selling 5G killer' খেতাব। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরুর আগেই রিয়েলমি ১২এক্স ৫জি ফোন ভারতে সাড়া জাগিয়েছে। গতকাল অর্থাৎ ৫ এপ্রিল দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চলেছে এই সেল। ক্রেতাদের জন্য ছিল বিশেষ অফারও। আর সেই সুযোগ মোটেই হাতছাড়া করেননি তাঁরা। তার ফলে শুরুতেই ভাল পরিমাণ ব্যবসা করতে সক্ষম হয়েছে রিয়েলমি কর্তৃপক্ষ। শুধু ফ্লিপকার্ট নয় রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রেও এই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
এবার দেখে নেওয়া যাক রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম
রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। Twilight Purple এবং Woodland Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। ১০ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হবে বিক্রি। ফ্লিপকার্ট ছাড়াও কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের আর্লি বার্ড সেলে কী কী অফার ছিল
যেসব ক্রেতার কাছে আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআই- এর কার্ড ছিল তাঁরা ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছেন। এই ছাড় প্রযোজ্য হওয়ার ফলে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছিল ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম যুক্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছিল। তার ফলে ফোনের দাম কমে হয়েছিল ১১,৯৯৯ টাকা।
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান আগামী ১০ এপ্রিল যখন রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের বিক্রি আনুষ্ঠানিক ভাবে ভারতে শুরু হবে, তখনও ক্রেতাদের জন্য নিঃসন্দেহে বেশ কিছু আকর্ষণীয় অফার থাকবে। আর সেইসব ছাড় যুক্ত হয়েছে এই ৫জি ফোন বেশ সস্তাতেই কিনতে পারবেন আগ্রহীরা।
আরও পড়ুন- টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন কেনা যাবে ভারতে, দাম কত? কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য?