Realme Phones: Game of Thrones থিমে রিয়েলমির নতুন ফোন, দেখতে কেমন এই মডেল, দামই বা কত?
Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition: এই ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে দেশে। সেখানে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা।

Realme Phones: Game of Thrones- এর মারাত্মক ভক্ত আপনি? ইতিমধ্যেই কিনে ফেলেছেন Game of Thrones- এর থিম যুক্ত অনেক জিনিসপত্র। এবার কিন্তু আপনার জন্য Game of Thrones থিমের স্মার্টফোনও হাজির ভারতে। লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের Game of Thrones লিমিটেড এডিশন। এই ফোন এমনিতেও লিমিটেড এডিশন হিসেবেই ভারতে লঞ্চ হয়েছিল চলতি বছর জুলাই মাসে। সেই মডেলের মতো একই ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের Game of Thrones লিমিটেড এডিশন মডেলে। তবে ফোনের সাজসজ্জায় থাকতে চলেছে এইচবি- র Game of Thrones সিরিজের ছোঁয়া। এই তালিকায় রয়েছে ফোনের ব্যাক প্যানেলে থাকা বিশেষ লোগো এবং রেয়ার ক্যামেরা মডিউলের চারপাশের স্পেশ্যাল ফ্রেম। আর তার মধ্যে লেখা Game of Thrones.
ভারতে রিয়েলমি ১৫ প্রো ৫জি Game of Thrones লিমিটেড এডিশনের দাম
এই ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে দেশে। সেখানে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা। ক্রেতারা ৩০০০ টাকা ছাড় পাবেন নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোন কিনলে। সেক্ষেত্রে দাম কমে হবে ৪১,৯৯৯ টাকা। অনলাইনে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এছাড়াও পাওয়া যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে। ক্রেতারা এই ফোন পাবেন একটি অসাধারণ প্যাকেজিংয়ের সঙ্গে। এই প্যাকেজিং এতটাই আকর্ষণীয় যে তা সংগ্রহে রাখার মতো। একটি Iron Throne ফোন স্ট্যান্ড, একটি King's hand pin। Westeros- এর একটি মিনিয়েচার রেপ্লিকা এবং Game of Thrones ব্র্যান্ডের স্টিকার, পোস্টকার্ড, অন্যান্য সামগ্রী থাকবে ওই প্যাকেজিংয়ের মধ্যে।
কালো এবং সোনালি রঙের মিশেলে লঞ্চ হয়েছে এই স্পেশ্যাল ফোন। একটি 3D engraved Dragon Claw বর্ডার রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিটের চারপাশে। সোনালি রঙে রয়েছে এই বর্ডার। আর তার কিছুটা নীচে রয়েছে nano-engraved মোটিফ। রেয়ার ক্যামেরা মডিউলে তিনটি আলাদা গোলাকার লেন্স রয়েছে, যার চারধারে সোনালি রঙের বর্ডার রয়েছে। অর্থাৎ তিনটি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে। ফোনের নীচের অংশে যে চাকতির মত লোগ দেখা যাবে, সেখানে তিন মাথার ড্রাগন নজরে আসবে। এটি Game of Thrones - এর অতি পরিচিত House Targaryen - এর প্রতীক। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কালার চেঞ্জিং লেদারের স্তর। এমনিকে কালো রঙের দেখতে। তবে ৪২ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার বেশি তাপমাত্রার জলের সঙ্গে সংস্পর্শে এলে ফোনের ব্যাক প্যানেলের কালো রং পরিবর্তন হয়ে আগুনে লাল হবে।























