Realme Smartphone: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, রিয়েলমির নতুন ফোনের দাম ১০ হাজারেরও কম
Realme C53: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
Realme Smartphone: রিয়েলমি সি৫৩ (REalme C53) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে রয়েছে রিয়েলমি সি৫৩ ফোনে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। রিয়েলমির ডায়নামিক র্যাম ফিচারের সাহায্যে বাড়ানো যায় র্যামের পরিমাণ। ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে র্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ভারতে রিয়েলমি সি৫৩ ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। দু'টি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। বিক্রি শুরু হবে ২৬ জুলাই থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
রিয়েলমি সি৫৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে অ্যাড্রয়েড ১৩ বেসড Realme UI T Edition- এর সাপোর্ট।
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ১২এনএম চিপসেট।
- রিয়েলমি সি৫৩ ফোএর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর।
- ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ইনফিনিক্সের নতুন ফোন ভারতে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই
ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোন। এই ফোন লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের সাকসেসর হিসেবে। ইনফিনিক্সের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। Aurora Black এবং Knight Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোন। ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জ দিলে এই ফোন চালু থাকবে সারাদিন। এই ফোনের র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব Memfusion RAM ফিচারের মাধ্যমে।
আরও পড়ুন- স্মার্টফোনের ব্যাটারির 'mAh' আসলে কী জানেন? ৫০০০mAh ব্যাটারির ফোন কেনা কি আদৌ যুক্তিযুক্ত?