Realme GT Neo 5: ২৪০ ওয়াটের চার্জিং ফিচার, ব্যাটারি ফুল হতে লাগবে মাত্র কয়েক মিনিট, আসছে নয়া ফোন
Smartphones: ২৪০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ৫ ফোন। আগামী মাসে চিনে লঞ্চের সম্ভাবনা।
Realme GT Neo 5: রিয়েলমি (Realme) সংস্থা তাদের নতুন ফোন রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) লঞ্চ করতে চলেছে। আপাতত এই ফোন চিনে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। পরের মাসে চিনে রিয়েলমির এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই বছরের শেষদিকে বা পরের বছর গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। রিয়েলমি জিটি নিও ৫ ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২৪০ ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। শোনা গিয়েছে, এই ৫জি ফোন দুটো ব্যাটারি ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে পারে। একটি মডেলে থাকতে পারে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে আর একটি ভ্যারিয়েন্টে থাকতে পারে ৪৪৫০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। দুটো ফোনেই থাকবে দুটো করে ব্যাটারি সেল (যথাক্রমে ২৪২৫ এমএএইচ এবং ২২২৫ এমএএইচ)। যে ফোনে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে সেখানে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
রিয়েলমি জিটি নিও ৫ ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে একটি ৬.৭৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে একটি অক্টা-কোর প্রসেসর। অনুমান, এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট থাকতে পারে।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার।
- রিয়েলমির নতুন ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ইউনিট থাকতে পারে।
- ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
অনুমান করা হচ্ছে, একটি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে এবং সেখানে ২৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকলে সেই ফোন পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১৫ মিনিট। অন্যদিকে একটি ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৪০ ওয়াটের চার্জিং ফিচার থাকলে পুরো চার্জ হয়ে যাবে ১০ মিনিটের মধ্যে। কারণ বর্তমানে আইকিউওও ১০ প্রো ফোনে ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এবং তা চার্জ হতে সময় লাগে মাত্র ১০ মিনিট।
Xiaomi 13 Pro: শোনা গিয়েছে, শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার আভাস দিয়েছেন যে এবছর মার্চেই শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা, থাকতে পারে উন্নত মানের আধুনিক ক্যামেরা সেনসর