Samsung Smartphone: নতুন বছরে গ্যালাক্সি 'এ' সিরিজের তিনটি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং, কোন কোন মডেল লঞ্চ হবে?
Samsung Galaxy A Series Phone: স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- এই তিন মডেলে এমন ব্যাটারি থাকতে পারে যেখানে দু'দিন ব্যাটারি ব্যাকআপ থাকবে।
Samsung Smartphone: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজের (Samsung Galaxy A Series) নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি (Samsung Galaxy A14 5G) ফোন। এই ফোনের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোনও লঞ্চের সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ জানুয়ারি এই দুই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন Awesome Black, Awesome Burgundy, Awesome Green- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ফোনও লঞ্চ হতে চলেছে। সেখানেও একই ফিচার লক্ষ্য করা যাবে।
স্যামসাং সংস্থা দাবি করেছে, তাদের আসন্ন ফোনগুলিতে অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- এই তিন মডেলে এমন ব্যাটারি থাকতে পারে যেখানে দু'দিন ব্যাটারি ব্যাকআপ থাকবে। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে। এর পাশাপাশি এই তিনটি ফোনে হাই-স্পিডের ৫জি ডেটা থাকবে। এছাড়াও থাকবে ৮ জিবি র্যাম। স্যামসাংয়ের One UI ইন্টারফেস তাদের আসন্ন ফোনে লক স্ক্রিন পার্সোনালাইজেশন, স্প্লিট স্ক্রিন, কুইক শেয়ার এবং একটি প্রাইবেসি ড্যাশবোর্ড থাকবে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে থাকতে পারে একটি নেক্সট জেনারেশন Exynos ১৩৮০ প্রসেসর।
Oppo A78 5G: ওপ্পো সংস্থা ভারতে তাদের 'এ' সিরিজের ফোন (Oppo A Series Phone) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোন। সম্ভবত চলতি মাসেই এই ফোন লঞ্চ হবে দেশে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, ওপ্পো এ৭৮ ৫জি ফোন লঞ্চ হতে পারে আগামী ১৪ জানুয়ারি। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য দাম এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওপ্পো এ৭৭ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ওপ্পো এ৭৮ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, ওপ্পো এ৭৮ ৫জি ফোনের দাম হতে পারে ১৮,৫০০ টাকা থেকে ১৯,০০০ টাকার মধ্যে।
আরও পড়ুন- নতুন বছরে ভারতে আসছে ওপ্পো 'এ' সিরিজের ফোন, কবে লঞ্চ হবে ওপ্পো এ৭৮ ৫জি?