Samsung Galaxy Phone: ১০ হাজার টাকার কম দামে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে?
Samsung Galaxy A06: স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং এলইডি ফ্ল্যাশ।
Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোন (Samsung Galaxy A06) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন। স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সিএ এ০৬ ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,৪৯৯ টাকা। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। কালো, সোনালি এবং হাল্কা নীল রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৯৬ ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ৬.৭ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। এখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি এলসিডি স্ক্রিন।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে যার সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে।
- মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চের পর ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন কোথা থেকে কেনা যাবে? দাম কত হতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।