Smartwatches: ২০০০ টাকার কমে স্মার্টওয়াচ কিনতে চান? কোথা থেকে কোন কোন মডেল কিনতে পারবেন? দেখে নিন
Smartwatches Under Rs 2,000: সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আপনার প্রিয় মানুষ যদি ফিটনেস প্রেমী হন এবং একই সঙ্গে গ্যাজেট পছন্দ করেন, তাহলে উপহার দিতে পারেন স্মার্টওয়াচ। ২০০০ টাকার কমেই পেয়ে যাবেন।
Smartwatches: স্মার্টওয়াচ আপনার পছন্দ? ভারতে ২০০০ টাকার কমে স্মার্টওয়াচ (Smartwatches Under Rs 2,000) কিনতে পারবেন আপনি। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) ওয়েবসাইট থেকে এইসব স্মার্টওয়াচ কেনা যাবে। এবার দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন মডেল রয়েছে।
Fire-Boltt Phoenix AMOLED
এই স্মার্টওয়াচে রয়েছে AMOLED স্ক্রিন। ১.৪৩ ইঞ্চির হাই রেজোলিউশন যুক্ত ডিসপ্লে পাবেন এই স্মার্টওয়াচে। যেকোনও ধরনের আলোতে ইউজাররা পাবেন ভাইব্র্যান্ট কালার ফিচার। এর পাশাপাশি স্মার্টওয়াচের স্ক্রিনেই পাওয়া যাবে অন্যান্য তথ্য। এছাড়াও ইউজাররা চাইলে ডিসপ্লে কাস্টোমাইজ করতে পারবেন এবং এখানে পাবেন অলওয়েজ অন ফিচারের সাপোর্ট। স্লিক এবং আকর্ষণীয় ডিজাইন রয়েছে এই স্মার্টওয়াচে। আর রয়েছে স্টেনলেস স্টিলের একটি রোটেটিং ক্রাউন অর্থাৎ এই ক্রাউন ঘোরানো যাবে। ইউজার যদি খেলাধুলো এবং স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে খেয়াল রাখতে চান তাহলে এই স্মার্টওয়াচ আদর্শ। কারণ ১১০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি পেয়ে যাবেন ব্লুটুথ কলিং ফিচারের সুবিধাও। Fire-Boltt Phoenix AMOLED স্মার্টওয়াচে রয়েছে শক্তিশালী ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। একাধিক কাজে ইউজারকে সাহায্য করবে এই ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার। Fire-Boltt Phoenix AMOLED স্মার্টওয়াচের আসল দাম ১২,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন থেকে কেনা যাবে মাত্র ১৯৯৯ টাকায়।
Noise Force
নয়েজ ফোর্স এই স্মার্টওয়াচে রয়েছে sporty এবং rugged ডিজাইন। এখানেও রয়েছে একটি ফাংশনাল রোটেটিং ক্রাউন। এর মাধ্যমে স্মার্টওয়াচে সহজে এবং সাবলীল ভাবে নেভিগেট করা যাবে। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে নয়েজের এই স্মার্টওয়াচে। ১.৩২ ইঞ্চির একটি হাই রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ডিভাইসে। Noise Health Suite অ্যাপের সাহায্যে এই স্মার্টওয়াচের মাধ্যমেই আপনি খেয়াল রাখতে পারবেন নিজের স্বাস্থ্যের। ব্লাড অক্সিজেন মনিটর, স্লিপ মনিটর, 24×7 হার্ট রেট (হৃদস্পন্দন) মনিটর, ব্রিদিং প্র্যাকটিস এবং ফিমেল সাইকেল ট্র্যাকার- এইসব স্বাস্থ্য সংক্রান্ত ফিচার রয়েছে নয়েজ ফোর্স স্মার্টওয়াচে। এর পাশাপাশি রয়েছে একাধিক স্পোর্টস মোড। এগুলির মাধ্যমে আরও ভালভাবে নিজের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন ইউজাররা। নয়েজ ফোর্স স্মার্টওয়াচের আসল দাম ৫৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজন থেকে ১৪৯৯ টাকায় কেনা যাবে।
boAt Xtend
বোটের এই স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। এই ফিচারের সাহায্যে ইউজাররা রিমাইন্ডার এবং অ্যালার্ম সেট করে রাখতে পারবেন। এর পাশাপাশি ক্রিকেট ম্যাচের স্কোর হোক কিংবা আবহাওয়ার হালহকিকত- সবই প্রশ্ন করে জানা যাবে এই স্মার্টওয়াচের অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের মাধ্যমে। শুধু ইউজারকে নিজের কন্ঠস্বরের সাহায্যে একবার অ্যালেক্সার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিতে হবে। তাহলেই হবে মুশকিল আসান। ১.৬৯ ইঞ্চির square colour LCD স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে। গোলাকার ডায়াল দেখা যাবে এই ডিভাইসে। এখানে থাকছে complete capacitive touch experience। ইউজারের শরীর, স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বোটের এই স্মার্টওয়াচে রয়েছে স্ট্রেস মনিটর। এর সাহায্যে হার্ট রেট মনিটর করা সম্ভব। এবং তার থেকে পরিমাপ করা যায় স্ট্রেসের মাত্রা। আপনার শরীরে সার্বিক ভাবে সুস্থ, সবল রাখতে এই স্মার্টওয়াচে রয়েছে ব্লাড অক্সিজেন মনিটর। রোজ রাতে ইউজার ঠিকভাবে ঘুমোচ্ছে কিনা তা দেখার জন্য এই স্মার্টওয়াচে স্লিপ ট্র্যাকারও রয়েছে। ১৪টি স্পোর্টস মোড রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। এই ডিভাইস একটি ডাস্ট, স্প্ল্যাশ অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট স্মার্টওয়াচ। ঘাম, ধুলো এবং জলের থেকে সহজে নষ্ট হবে না এই স্মার্টওয়াচ। বোটের এই স্মার্টওয়াচের আসল দাম ৭৯৯০ টাকা। অ্যামাজন থেকে কেনা যাবে ১৮৯৯ টাকায়।