7 Tay Bangla(Seg-2): কয়লা পাচারে ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের|Bangla News
কয়লা পাচারে ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। সাংসদ ও তাঁর স্ত্রী অভিযুক্ত না সাক্ষী? কলকাতায় জিজ্ঞাসাবাদে কী সমস্যা? জানতে চাইল সর্বোচ্চ আদালত। সময় চাইল ইডি।
প্রয়োজনে আরও জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।‘আমাদের তো আরও জেলা বাড়বে। ২৩ থেকে একদিন ৪৬টি জেলাও হতে পারে। বিহারে প্রায় ৫০-৬০টি জেলা, আমাদের বড় বড় জেলা। আমাদেরও ভাগ করতে হবে, তো লোকবল, অফিসার চাই।
প্রয়োজনে জেলা ভাগের ইঙ্গিত দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
প্রয়োজনে আরও জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।‘আমাদের তো আরও জেলা বাড়বে। ২৩ থেকে একদিন ৪৬টি জেলাও হতে পারে। বিহারে প্রায় ৫০-৬০টি জেলা, আমাদের বড় বড় জেলা। আমাদেরও ভাগ করতে হবে, তো লোকবল, অফিসার চাই।
প্রয়োজনে জেলা ভাগের ইঙ্গিত দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'করা উচিত ছিল তো, করেননি কেন? কারণ আরও কর্মী চাই, বেতন দিতে হবে। জেলা যদি ছোটো হয়ে যায়, তাহলে তো চালানো সহজ হয়ে হায়। আমরাতো চাই এক একটা লোকসভা এক একটা জেলা হোক।'