(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (১): কাঁকিনাড়ায় কুমড়ো হাতে নাচ মদন মিত্রের, মঙ্গলকোটে অনুব্রতর মঞ্চে 'খেলা হবে' গান
আবারও কুমড়ো হাতে অন্য ভূমিকায় মদন মিত্র। কাঁকিনাড়ায় কুমড়ো হাতে নাচলেন মদন মিত্র। তখনই অনুব্রত মণ্ডলের গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান। মঙ্গলকোটে জনসভায় স্লোগান নিয়ে হল গান। মঞ্চে বসে তাল দিলেন অনুব্রত। সভা শেষে মদন মিত্র বলেন, 'ভাটপাড়ায় আজ থেকেই খেলা শুরু হয়ে গেল।' উত্তরে বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, 'যে খেলা উনি আজ খেলছেন ভাটপাড়ার প্রত্যেক মানুষ জন্ম থেকেই সেই খেলা খেলেন।' অন্যদিকে শীতলকুচিতে হুমকি দিয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, '৫ বছর তৃণমূল নেতাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না।' রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) । আজ রাজ্যসভা থেকে ইস্তফা দেন এই তৃণমূল সাংসদ। 'দমবন্ধ হয়ে আসছে, এভাবে কাজ করা যাচ্ছে না', রাজ্যসভায় জানান তিনি। রাজ্যসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ বলেন, 'চিন্তা করতে করতে এমন এক সময় আসে যখন একটা সিদ্ধান্ত নিতে হয়। আমার এখনও সাড়ে পাঁচ বছর সাংসদ পদে বাকি ছিল। দিল্লিতে বড় বাংলোয় আরাম করে থাকতে পারতাম। কর্পোরেট কোম্পানি দল চালালে কার সঙ্গে কথা বলবো? কথা বলার জন্য কারও কাছে সময় নেই। যাদের রাজনীতির কোন শিক্ষা নেই, তারা আমাদের নেতা হয়ে যান। এই পরিস্থিতিতে একজন মানুষ কী করবে?'