7tay Bangla (seg 2) : বিজেপির বৈঠকে ডাক না পাওয়ায় ক্ষুব্ধ লকেট, রাজ্য কর্মসূচিতে ব্রাত্য করার অভিযোগ
ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে বেধড়ক মার, তৃণমূল নেতার জামিন। ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণের পরে নেতার জামিন। । পুলিশের জামিন-অযোগ্য ধারা যুক্ত করার আবেদনও খারিজ আদালতে। আক্রান্তরা বাড়ি ফিরতে পারছেন না। একটি অজ্ঞাত জায়গায় রয়েছেন। তবে পুলিশের তরফ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে তাঁদের বাড়িতে তাঁরা ফিরতে পারেন। পুলিশের তরফ থেকে যাবতীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
গাড়ি ব্যবসায়ীর বাড়িতে অভিযানে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। ব্যবসায়ীর স্ত্রীকে মারধর, ভাঙচুর, টাকা লুঠেরও অভিযোগ। মালদার বৈষ্ণবনগরের শরিয়তটোলার ঘটনা। মারামারির ঘটনায় গাড়ি ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার অভিযানে যান বৈষ্ণবনগর থানার এএসআই নইমুদ্দিন শেখ। ব্যবসায়ীর অনুপস্থিতিতে পুলিশ তাঁর বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ অফিসার ফোন ধরেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে জেলা পুলিশ। পশ্চিমবঙ্গের পুলিশ দুর্নীতিগ্রস্ত, দাবি বিজেপির। আইনশৃঙ্খলা পরিস্থিতি গোটা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা, পাল্টা দাবি তৃণমূলের।
বিজেপির বৈঠকে না ডাকায় ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য কর্মসূচিতে ব্রাত্য করে রাখার অভিযোগ লকেটের। আগামীদিনের কর্মসূচি ঠিক করার জন্য ছিল এই বৈঠক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লকেট চট্টোপাধ্যায়ের বিষয়ে তিনি কিছু জানেন না।