Ananda Sakal (Seg 2): সাগ্নিকের আগে কার সঙ্গে সম্পর্ক ছিল পল্লবীর? কী জানাল মৃতের পরিবার? Bangla News
অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে পরিবারের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গড়ফা থানায় রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের। সাগ্নিকের বিরুদ্ধে খুন ছাড়াও প্রতারণা ও সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। সোমবার জিজ্ঞাসাবাদের সময় মাঝরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিক অতুল ভি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেইসমস্ত আর্থিক লেনদেনের বিষয়ে সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে পল্লবীর বন্ধু ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের ভূমিকাও।
পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বিবাহিত। লিভ ইন করলেও তাঁদের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা লেগে থাকত। সাগ্নিকের আগে আরও একজনের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। চাঞ্চল্যকর দাবি মৃতের পরিবারের।






























