আনন্দ সকাল (Seg 2): ভোট মিটতেই এবার আগুন লাগবে তেলের দামে? বাড়ছে আশঙ্কা | Bangla News
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে! ৫ রাজ্যে ভোটের ফলের পর বললেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর মন্তব্য, বিশ্ববাজারে অপরিশোধিত তেল, ভোজ্য তেল, কয়লা কিংবা প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ছে। এই প্রেক্ষাপটেই বিভিন্ন মহলের আশঙ্কা, ভোট মিটতেই কি বাড়বে জ্বালানি, ভোজ্য তেল ও গ্যাসের দাম?
গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল (TMC)। একটিও আসনে জিততে পারলেন না তৃণমূলের প্রার্থীরা। বরং গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, ফল ঘোষণার পরই, বিজেপিকে সরকার গড়তে সমর্থন করল।
ভোররাতে খড়গপুরে (Kharagpur) বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দমকলের একটি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় অফিসের যাবতীয় নথি। আজ সকালে ওই এলাকায় যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, চার রাজ্যে বিজেপি জেতায় ভয় পেয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভাটপাড়া (Bhatpara) পুরসভার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গত চারমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। নিয়মিত বেতন-সহ একাধিক দাবিতে এদিন সব কাজ বন্ধ রেখে ভাটপাড়া পুরসভার ওয়ার্কশপের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী শ্রমিকরা। ঘটনাস্থলে যাওয়ায় ১০ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন রায়কে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। পুরবোর্ড গঠিত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আশ্বাস জয়ী তৃণমূল (TMC) প্রার্থীর।






























