Ananda Sakal (Seg 3): গরু পাচার মামলায় অবশেষে সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর।Bangla News
সাতসকালে এনএসসি বোস রোডে পথচারীদের পরপর ধাক্কা বেপরোয়া লরির। আহত ৫ জন। তাঁদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, লরিটি দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে আসছিল। সকাল সোয়া ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রথমে নেতাজিনগর থানা এলাকার আজাদগড়ে ৩ পথচারীকে ধাক্কা মারে বেপরোয়া লরি। এরপর কিছুটা দূরে রিজেন্ট পার্ক থানা এলাকায় এনএসসি বোস রোডে ফের দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। পিছনে ধাওয়া করে টালিগঞ্জ ট্রামডিপোর কাছে লরিটিকে ধরে ফেলে পুলিশ। চালক ও খালাসিকে আটক করা হয়েছে।
গরু পাচার মামলায় আজ সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এর আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই একাধিকবার তলব করলেও, অসুস্থতা-সহ বিভিন্ন কারণে তিনি হাজিরা এড়িয়ে যান। গতকাল আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত।