Ananda Sakal (Seg 4): বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল ২০০ কোটি টাকা |Bangla News
আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে খবর, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। যদিও বিমান বসু (Biman Basu) ও প্রদীপ ভট্টাচার্যকে (Pradip Bhattacharya) আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা আসছেন না।
এবার প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করলেন সৌগত রায় (Saugata Roy)। মজার ছলে তৃণমূল সাংসদকে উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যপালকে সরানোর জন্য, বারবার তৃণমূল সাংসদরা আবেদন করায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল ২০০ কোটি টাকা। ডানকুনি, মাইথনে কার্গো টার্মিনাল পাচ্ছে বাংলা। দুর্ঘটনা এড়াতে দেশজুড়ে ২ হাজার রেলপথ আসছে ‘কবচ’এর অধীনে। ৩ বছরে বন্দে ভারত ট্রেনের সংখ্যা বেড়ে হবে ৪০০।