Ananda Sakal: চাকরিহারা শিক্ষকদের বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। না গেলে গ্রেফতারির হুঁশিয়ারি
Ananda Sakal : চাকরি চেয়ে জুটেছে মার। সেই মার খাওয়া শিক্ষকদেরই থানায় তলব। সরকারি সম্পত্তি নষ্ট, কাজে বাধা, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা। চিহ্নিত ১৫ জন, পাঠানো হচ্ছে নোটিস। সোমবার ও বুধবার, চাকরিহারা শিক্ষকদের বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। না গেলে গ্রেফতারির হুঁশিয়ারি।
ভোর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কাঠের গোলা এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি
ভোর রাতে বিধ্বংসী আগুন লাগল দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিবিরহাটে। পুড়ে ছাই কাঠের গোলা এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। গতকাল রাত ৩টে নাগাদ বিবিরহাটের ওই কাঠের গোলায় আগুন লাগে। কাঠ এবং প্লাইউডের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। ৩টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়।





























